× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /আজ বিকেল পাঁচটা থেকে নতুন লকডাউন, অতটা কঠোর নন মমতা

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ৯, ২০২০, বৃহস্পতিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলোতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। তবে, এই লকডাউন শুরু হওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দিলেন, যতটা সম্ভব মানবিক মুখ রেখে প্রশাসন যেন লকডাউন কার্যকর করে। সাত দিন পরে পর্যালোচনার পর ঠিক হবে লকডাউন বাড়বে কিনা। মাস্ক না পরে কেউ বের হলে তাকে জরিমানা না করে বাড়িতে ফিরিয়ে দেয়ার নির্দেশও তিনি দিয়েছেন। মমতা বন্দোপাধ্যায় এর এই ঘোষণার পর কলকাতার কন্টেনমেন্ট জোনেরও পুনর্বিন্যাস করা হয়েছে। আজ বিকেল থেকে কলকাতার পঁচিশটি, উত্তর চব্বিশ পরগনার পঁচান্নব্বইটি, এবং হাওড়ার ছাপ্পান্নটি কন্টেনমেন্ট এলাকার নাম ঘোষিত হয়েছে। কলকাতার পঁচিশটির মধ্যে চোদ্দটি উত্তর কলকাতার, এগারোটি দক্ষিণ কলকাতার। এই পঁচিশটির মধ্যে বাড়ি, হাউজিং কমপ্লেক্স, বস্তি এবং এলাকা আছে।
এই জায়গাগুলোতে ব্যারিকেড করা হচ্ছে। যে বাড়ি বা হাউজিং কমপ্লেক্স কন্টেনমেন্ট জোন সেখানে কেউ ঢুকতে বা বের হতে পারবে না। হোম ডেলিভারির মাধ্যমে মুদিখানার জিনিস বা বাজার পাঠিয়ে দেয়া হবে। যে এলাকা কন্টেনমেন্ট এর তালিকাভুক্ত সেখানে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। তবে, কোনও রাস্তাকে কন্টেনমেন্ট জোন এর তালিকায় রাখা না হওয়ায় সার্বিক যান চলাচলে কোনও বাধা থাকবে না। উল্লেখ্য, বুধবার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছে নশো আটষট্টি জন। এর মধ্যে কলকাতায় তিনশো ছেষট্টি জন। মারা গেছেন তেইশ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর