× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় প্রবাসী হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

কুমিল্লা সদর উপজেলার আনন্দপুর এলাকার বহুল আলোচিত প্রবাসী মোক্তার হোসেন ফরাজী হত্যা মামলার প্রধান আসামীসহ দুই আসামী ফিরোজ হোসেন কালা (৪৬) এবং তার ছেলে মো. ইউসুফ (২২) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সম্পর্কে পিতা ও পুত্র।
সিআইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি সদর উপজেলার আনন্দপুর গ্রামে ওই প্রবাসী পরিবার বাড়ি নির্মাণ করতে গেলে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী কালা বাহিনীর লোকজন। কিন্ত চাঁদা না দেয়ায় সৌদি প্রবাসী মোক্তার হোসেন ফরাজীকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হয় ওই প্রবাসীর দুই ভাই প্রবাসী ভাই ইমাম হোসেন  ফরাজী ও খোকন ফরাজী। পরদিন নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আর ৪-৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির অধিকতর তদন্তে সিআইডিতে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি’র কুমিল্লার এসআই মো. জহুরুল ইসলাম জানান, এ মামলায় ১১ জন আসামীর মধ্যে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ৩জন আদালতে এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী প্রদান করেছে। বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় প্রধান আসামী ফিরোজ হোসেন কালা এবং তার ছেলে মো. ইউসুফকে গ্রেফতার করা হয়। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর