× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১০ জুলাই ২০২০, শুক্রবার

কক্সবাজার সদরে আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে হামলা ও ৪ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মালেক (৪২) গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার রাতে সদরের পিএমখালীর চেরাংঘাটা বাজার থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

আবদুল মালেক পিএমখালী মাইজপাড়ার কবির আহমদের ছেলে এবং কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি (তদন্ত) মো: খায়রুজ্জামান।

গত ২৬ মার্চ রাত ১ টার দিকে মাছুয়াখালী বাজারপাড়ায় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা নুরুল কবিরের বসতবাড়ীতে ঢুকে ব্যাপক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

এতে নুরুল কবিরের ছেলে পিএমখালী কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক নুরুল আলমসহ পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের দায়ের কোপে নুরুল আলমের ডান কানের অংশ কেটে যায়। তাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।

পরে এ ঘটনায় ভিকটিম নুরুল আলম বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- জিআর- ২৯৬/২০২০।
মামলায় আবদুল মালেকসহ ১১ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছে আরো ৩/৪ জন আসামী।

স্থানীয়রা জানিয়েছে, আবদুল মালেক ছাত্রলীগের সাবেক পদবী জাহির করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস করে না। তার গ্রেফতারের সংবাদে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পিএমখালীতে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর