× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মদনে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস

বাংলারজমিন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
১১ জুলাই ২০২০, শনিবার

নেত্রকোনার মদন উপজেলার সদর ইউনিয়নের কুলিয়াটি (আরগিলা) গ্রামে অগভীর নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার ওই গ্রামের বিলকিস বেগমে বাড়িতে অগভীর নলকূপ বোরিং শেষে পাইপের গোড়ায় টিউবওয়েল বডি স্থাপনের সময় পাইপ দিয়ে বুদবুদ শব্দে করে এক ধরনের ধোঁয়া বের হতে শুরু করে। টিউবওয়েল স্থাপন কাজে নিয়োজিত মিস্ত্রি মিলন মিয়া বিষয়টি পরীক্ষার জন্য দিয়াশলাই কাঠি ঢুকিয়ে দিতেই আগুন জ্বলে ওঠে। বাড়ির মালিক বিলকিছ খানম জানান, ১৮০ ফুট পাইপ বোরিং করতে আটকে যায়। পরে গোবর ও মাটি দিয়ে ২৭০ ফুট পাইপ বসানো হয়েছে। বসানোর পর থেকে বুদবুদ শব্দ হলে কলের মাথাটি কাগজ দিয়ে মুড়িয়ে রাখি। পরে দেখি কাগজটি ফুলে যাচ্ছে। লোকজন বলছে, এই টিউবওয়েলে গ্যাস আছে।
দিয়াশলাই জ্বালিয়ে আগুন দিলেই জ্বলে উঠছে। সেই  থেকে পাইপের গোড়ায় একটি সরু পাইপ স্থাপন করে গ্যাসের আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। আমরা দু’দিন এই গ্যাস দিয়ে রান্না করেছি। ঘটনাটি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন। এদিকে বাপেক্সের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, শুক্রবার আমরা ৪ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়েছিলাম। গ্যাসের  নমুনা ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে এসেছি। তবে এখানে যে গ্যাসটি উৎপত্তি হয়েছে তার প্রেসার অনেক কম। বিভিন্ন জৈব পদার্থ থেকে এমন গ্যাস উৎপন্ন হতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর