× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

টানা জয়ে জোড়া রেকর্ড ম্যানইউ’র

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২০, শনিবার

পল পগবা আর ব্রুনো ফার্নান্দেস জুটিতে জমেছে রসায়ন। দু’জন একসঙ্গে মাঠে কাটিয়েছেন ৩৮০ মিনিট। ম্যানচেস্টার ইউনাইটেড করেছে ১৬ গোল। এই দু’জনের যুগলবন্দি আর টিনএজ তারকা ম্যাসন গ্রিনউডের নৈপুণ্যে বৃহস্পতিবার রাতে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারায় ওলে গানার সুলশারের দল। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা চতুর্থ জয়ের সঙ্গে জোড়া রেকর্ড গড়েছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম দল হিসেবে ইউনাইটেড টানা চার ম্যাচ জিতেছে প্রতিপক্ষের জালে ৩ বা তার বেশি গোল দিয়ে। গত জুনে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ব্রাইটন (৩-০), বোর্নমাউথ (৫-২) ও ভিলাকে হারাল তারা। ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে সর্বশেষ এমন নজির গড়া দলটি লিভারপুল (১৯৮৭)।
তখন ইংলিশ ফুটবলের শীর্ষ আসরের নাম ছিল ফার্স্ট ডিভিশন লীগ। আরো একটি নজির গড়েছে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লীগে মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে সপ্তাহের সাতদিনই জয় পেয়েছে রেড ডেভিলরা। আর অ্যাস্টন ভিলাকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল রেকর্ড ২০ বারের লীগ চ্যাম্পিয়নরা।
ভিলা পার্কে স্পটকিক থেকে ২৭তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। আসরে ২৫ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডারের এটি সপ্তম গোল। লীগে এবারের মৌসুম এ নিয়ে ১৩টি পেনাল্টি পেল ইউনাইটেড। এক মৌসুমে সর্বোচ্চ পেনাল্টি পাওয়ার যুগ্ম রেকর্ড এটি। ২০০৪-০৫ মৌসুমে ক্রিস্টাল প্যালেস ও ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটি ১৩টি করে পেনাল্টি পেয়েছিল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী ম্যাসন গ্রিনউড। ইংলিশ প্রিমিয়ার লীগের চতুর্থ টিনএজ ফুটবলার হিসেবে টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন এই ইংলিশ ফরোয়ার্ড। তাতে মৌসুমে সব প্রতিযোগিতায় গ্রিনউডের গোল দাঁড়িয়েছে ১৬টি, এর ভেতর প্রিমিয়ার লীগে গোল আছে ৯টি। ১৮ বছর বা তার কম বয়সী হিসেবে প্রিমিয়ার লীগে এর চেয়ে বেশি গোল আছে কেবল রবি ফাউলার (১০) আর মাইকেল ওয়েনের (১৮)। ১৯তম জন্মদিনের কেক কাটার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানইউর জার্সিতে সবচেয়ে বেশি গোলের (১৬) মালিক এখন গ্রিনউড। ১৯ বছর পূর্ণ হওয়ার আগে রেড ডেভিলদের হয়ে ১২ গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড।
৫৮তম মিনিটে দারুণ এক গোলে স্কোরলাইন ৩-০ করেন পল পগবা। ফার্নান্দেসের পাস ডি-বক্সের সামনে পেয়ে বাঁকানো শটে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার। আসরে ফার্নান্দেসের এটি পঞ্চম অ্যাসিস্ট। লম্বা ইনজুরি কাটিয়ে ফেরা পল পগবা চলতি মৌসুমে প্রথমবারের মতো পেলেন গোলের দেখা। তবে সতীর্থদের দিয়ে ৩ গোল করিয়েছেন তিনি।
অ্যাস্টন ভিলার বিপক্ষে দারুণ জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। তালিকার চতুর্থ স্থানে থাকা লেস্টার সিটির (৫৯) সঙ্গে ম্যানইউর ব্যবধান এখন ১ পয়েন্টের। ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে রেড ডেভিলরা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর