× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষের রোমাঞ্চে জয়ের স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২০, রবিবার

সাউদাম্পটন টেস্টের লাগামটা নিজেদের হাতেই ছিল ইংল্যান্ডের। হঠাৎই ছন্দপতন। ঘন্টা খানেকের ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট। ৩ উইকেটে ২৪৯ রান থেকে ৬৫ ‍মিনিটের ব্যবধানে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২৭৯ রান। টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৪ রান। জোফরা আর্চার ৫ ও মার্ক উড ১ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ১১৪ রানে পিছিয়ে থাকা ইংলিশরা এগিয়ে গেছে ১৭০ রানে। পঞ্চম দিনে তাই জয়ের স্বপ্ন নিয়েই খেলতে নামবে ক্যারিবিয়রা।

শনিবার রোজ বোলে ইংল্যান্ড চতুর্থ দিন শুরু করে বিনা উইকেটে ১৫ রান নিয়ে। ররি বার্নসকে (৪২ রান) ফিরিয়ে ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রোস্টস চেজ।
বার্নসের মতো দৃঢ়তা দেখিয়েছেন আরেক ওপেনার ডম সিবলি। দারুণ খেলতে থাকা সিবলিকে (৫০ রান) সাজঘরে পাঠান শ্যানন গ্যাব্রিয়েল। তিনে নামা জো ডেনলিও (২৯ রান) খেলতে পারেননি বড় ইনিংস। চেজের বলে শর্ট মিডউইকেটে ধরাপড়েন ডাওরিচের হাতে।

১৫১ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন জ্যাক ক্রলি ও ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস। থিতু হয়ে যাওয়া জুটি কিছুতেই ভাঙতে পারছিল না জেসন হোল্ডারের দল। নতুন বল জুটি ভাঙার সুযোগ নিয়ে আসে। অধিনায়ক হোল্ডার স্টোকসকে (৪৬ রান) ফিরিয়ে ভাঙেন ৯৮ রানের জুটি। আলজারি জোসেফ বেশিক্ষণ টিকতে দেননি ক্রলিকে (৭৬ রান)। ওলে পোপে (১২ রান) দুই অঙ্ক ছুঁতে পারলেও ব্যর্থ হয়েছেন জস বাটলার (৯ রান) ও ডম বেস (৩ রান)।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস ২০৪ (স্টোকস ৪৩, বাটলার ৩৫, হোল্ডার ৬/৪২, গ্যাব্রিয়েল ৪/৬২) ও ২য় ইনিংস ২৮৪/৮ (ক্রলি ৭৬, সিবলি ৫০, গ্যাব্রিয়েল ৩/৬২, জোসেফ ২/৪০, চেজ ২/৭১)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ৩১৮ (ব্রাথওয়েট ৬৫, ডাওরিচ ৬১, চেজ ৪৭, স্টোকস ৪/৪৯, অ্যান্ডারসন ৩/৬২, বেস ২/৫১)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর