× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘরের বাইরে একটা আতঙ্ক কাজ করে -সাফা কবির

বিনোদন

স্টাফ রিপোর্টার
১২ জুলাই ২০২০, রবিবার

চলতি সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সাফা কবির। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ঘরবন্দি হয়ে ছিলেন। তবে সম্প্রতি শুটিং শুরু করেছেন তিনি। ইমরাউল রাফাতের একটি নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন বলে জানান সাফা। চলতি সময়ে শুটিং করা প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে মাঠে না আসলে সঠিক পরিস্থিতি বোঝা যায় না। এখন ঘর হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। ঘরের বাইরে একটা আতঙ্ক কাজ করে। তবে আশেপাশের মানুষদের আগের চেয়ে বেশি সচেতন মনে হচ্ছে।
শুটিং স্পটও অনেক পরিস্কার-পরিচ্ছন্ন। স্পটে একটু পর পর সবাই স্যানিটাইজার দিয়ে হাত জীবানু মুক্ত করছে। কাজের পরিবেশ ভালো থাকলে আরো কিছু কাজ করবো। এই গ্ল্যামারকন্যা ইউটিউবে ‘ওয়ান কোয়েশ্চেন গো’ শিরোনামের অনুষ্ঠান করছেন। এর আগে রেডিওতে তিনি একটি অনুষ্ঠান করতেন। ইউটিউবের অনুষ্ঠানটি নিয়ে তিনি বলেন, ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই এই অনুষ্ঠানটি করছি। রেডিওতে কাজ করার সময় নানা রকম প্রশ্ন পেতাম। সেগুলোর উত্তর দিতাম। এখানে একজন ভক্ত আমাকে প্রশ্ন করছেন আর আমি তার উত্তর দিচ্ছি। প্রতি রবিবারে রাত নয়টায় এটি উপভোগ করছেন সবাই। এরইমধ্যে দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়াও পাচ্ছি। আমার মনে হচ্ছে রেডিওর শোর চেয়ে এটি ভালো হচ্ছে। সমসাময়িক অনেক অভিনেত্রী ইউটিউব কন্টেন্ট করছেন। এটি নিয়ে আপনার বিশেষ পরিকল্পনা আছে? তিনি বলেন, আমিও নিয়মিত কনটেন্ট দিচ্ছি। এটি আমার নিজের পোর্টাল বলা যায়। কয়েকদিন আগে ড্যান্স কাভার করেছি। ফ্যানদের নিয়ে তো শো করছি। আমার নিজের সঙ্গে যায় এমন কন্টেন্ট দর্শক এখানে পাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর