× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চবির উপাচার্য করোনায় আক্রান্ত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১২ জুলাই ২০২০, রবিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর ভর্তি হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ড. শিরীণ আখতারসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। একইসঙ্গে আক্রান্ত হন উপাচার্যের বাংলোর দুই কর্মচারীও। তবে উন্নত চিকিৎসার জন্য উপাচার্য মহোদয়ের চিকিৎসার জন্য সম্মিলিত হাসপাতালের যোগাযোগ করা হয়েছে। সেখানে ওনার জন্য একটা সীট প্রস্তুত রয়েছে। বর্তমানে উপাচার্য ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন।
তাদের সবার শারীরিক অবস্থা ভালো।  
এসএম মণিরুল হাসান জানান, ক্যা¤পাস এলাকায় এ পর্যন্ত ২৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এরমধ্যে উপাচার্য ড. শিরীণ আখতারের পিএস মোহাম্মদ জাহাঙ্গীরও করোনায় আক্রান্ত। ফলে বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। জরুরী প্রশাসনিক কার্যক্রমগুলো চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট ক্যা¤পাস থেকে পরিচালনা করা হচ্ছে।

সূত্র জানায়, গত ৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী সর্বপ্রথম করোনা আক্রান্ত শনাক্ত হন। ফলে ওইদিন থেকে ১৭ জুলাই প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যা¤পাস লকডাউন ঘোষণা করে। আক্রান্ত বাড়ায় লকডাউন আরও ৭ দিন বাড়ানো হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর