× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লার ব্যবসায়ী মতিন হত্যার বিচার দাবি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১২ জুলাই ২০২০, রবিবার

কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার আলোচিত ব্যবসায়ী ও ঠিকাদার আবদুল মতিন হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলাটি তুলে না নিলে নিহতের পরিবারের সদস্যদের হত্যা, গুম কিংবা নানাভাবে হয়রানির মাধ্যমে এলাকাছাড়া করার হুমকি দেয়া হচ্ছে। এতে মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছেন। নিহতের পরিবার ও স্থানীয় এলাকার প্রতিবাদীরা আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। রোববার দুপুরে সংরাইশ এলাকায় সংবাদ সম্মেলন শেষে নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে তারা এ দাবি জানান।    
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯শে মার্চ বিকালে সংরাইশ এলাকার গোমতী নদীর বেড়িবাঁধ দিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লা ইপিজেডের এক নারী শ্রমিকের পথরোধ করে যৌন হয়রানি করে ওই এলাকার বখাটে বিপ্লব। এ ঘটনার প্রতিবাদের জেরে বিপ্লব, আল-আমিন ও তাদের সহযোগীরা আবদুল মতিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হন। পরদিন সকালে আবদুল মতিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার বাদী নিহতের ছেলে শামীম উদ্দিন বলেন, এ ঘটনায় ১৪ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর থেকে আমরা পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় আছি। আসামিরা গ্রেপ্তার এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। মানববন্ধনে স্থানীয় এলাকার লোকজন আলোচিত এ হত্যাকা-ের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং নিহতের পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর