× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রংপুরে ২১ লাখ টাকার নকল বিড়ি আটক

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৩ জুলাই ২০২০, সোমবার

 রংপুরে রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহন করা প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের নকল বিড়ি আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। শনিবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ থেকে এ চালান আটক করা হয়। রোববার বিকেলে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী জানান, হারাগাছে নিবন্ধন ছাড়া বিড়ি উৎপাদন, নকল ব্যান্ডরোলের ব্যবহার রুখতে অভিযান পরিচালনা করে আসছে কাস্টমস বিভাগ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তা একেএম খায়রুল বাসারের নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহনের সময় কার্ভার্ড ভ্যানসহ নিবন্ধন ছাড়া প্রজাপতি, যমুনাসহ বিভিন্ন নামের ২৯ লাখ ১২ হাজার শলাকা বিড়ি আটক করা হয়। যার মূল্য ২০ লাখ ৯৬ হাজার ৬৪০ টাকা। কমিশনার শওকত আলী সাদী বলেন, আটককৃত বিড়ি থেকে সরকারের ৯ লাখ ৪৩ হাজার ৪৮৮ টাকা রাজস্ব আদায় হতো। এ নকল বিড়িগুলো গোটা দেশে সরবরাহ করা হতো। রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর