× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে রিপনের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ জুলাই ২০২০, মঙ্গলবার

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে নগরীর দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ডিপোর সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে সেখান থেকে বিক্ষুব্ধ শ্রমিক নেতৃবৃন্দ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চণ্ডিপুলস্থ সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদ চত্বরে এক সমাবেশে মিলিত হয়। সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও দপ্তর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের সভাপতি আকবর আলী মালাই, দক্ষিণ সুরমা উপজেলা ট্রাক কমিটির সহ-সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ। মানববন্ধন, বিক্ষোভ মিছিল-সমাবেশে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১৪১৮, ট্রাক কাভার্ড, পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়ন, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘ ও সিলেটের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনকে আলটিমেটাম দেয়ার পর আজ ৪ দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, শ্রমিকরা সব সময় শান্তিপ্রিয়।
শান্ত এই শ্রমিকদের অশান্ত করে সিলেটে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর