× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্কে বেশিদিন থাকছে না হুয়াওয়ে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) জুলাই ১৪, ২০২০, মঙ্গলবার, ৭:৩১ পূর্বাহ্ন

২০২৭ সালের মধ্যে বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সকল সরঞ্জাম সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্কে হুয়াওয়েকে কাজ করার অনুমোদন দেওয়া নিয়ে চীনের সঙ্গে চলমান বৈরিতার মধ্যে এমন নির্দেশ দিলেন জনসন। তার এ নির্দেশে চীনের সঙ্গে বৈরিতা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে খুশি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বহুদিন ধরেই হুয়াওয়েকে ফাইভ-জি নেটওয়ার্কের কাজ করার অনুমোদন না দিতে জনসনকে চাপ দিয়ে আসছিলেন। গত জানুয়ারিতে হুয়াওয়েকে বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে সীমিত আকারে কাজ করতে অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছিলেন জনসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাস মহামারি নিয়ে তথ্য গোপনের অভিযোগ ও হংকংয়ে নতুন নিরাপত্তা আইন জারি নিয়ে চীনের সঙ্গে বৃটেনের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএইচসি) বৈঠকে হুয়াওয়ে বিষয়ক নির্দেশ দিলেন জনসন।
বৃটেনের যোগাযোগ বিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র আড়িপাতা বিষয়ক সংস্থা জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার এদিন মন্ত্রীদের বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়ের সরঞ্জাম সরবরাহ বিঘ্নিত হতে পারে।
বৈঠকে বৃটেনের টেলিকম কোম্পানিগুলোকে দুই বছরের মধ্যে হুয়াওয়ের ফিক্সড-লাইন ফাইবার ব্রডব্যান্ড ব্যবহার না করতে নির্দেশ দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর