× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত /রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে ক্ষমতায় যাওয়ার অঙ্গীকার জাপার

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৫ জুলাই ২০২০, বুধবার

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ, চেতনাকে বুকে ধারণ করে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে ক্ষমতায় যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে জাপা’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে এরশাদের রংপুর নগরীর পল্লী নিবাস বাসভবনে আলোচনা সভায় রংপুর বিভাগের ২২টি আসন ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে এখন থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়। সেইসঙ্গে সরকারি দল কিংবা পুলিশের মাধ্যমে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাউকে গ্রেপ্তারসহ হয়রানি করা হলে রাস্তায় নেমে আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আধুনিক বাংলার রূপকার। তিনি বঙ্গবন্ধু সেতুর নির্মাণ কাজ শুরু করেছিলেন, তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। মসজিদ-মন্দির প্রতিষ্ঠা, উপজেলা পরিষদ বাস্তবায়নসহ দেশে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। যা আজ অবধি কোনো সরকার করতে পারেনি। তিনি প্রাদেশিক সরকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা করতে দেয়া হয়নি।
মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। এর আগে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা এরশাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরশাদের আত্মার শাস্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর