× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গাংনীতে পানিবন্দি ৬ পরিবারের মানবেতর জীবনযাপন

বাংলারজমিন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

কয়েকদিনের বৃষ্টিপাতের পানিতে গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের ঘাটপাড়ায় বসবাসকারী ৬টি অসচ্ছল পরিবার ১ সপ্তাহ যাবৎ পানিবন্দি অবস্থায় রয়েছে। ঘরে খাবারের সংকট এবং রান্নার ব্যবস্থা না থাকায় ২ দিন যাবৎ কষ্টে দিনাতিপাত করছে পরিবারগুলো। পানিবন্দি হওয়ায় রোগজীবাণুতে আক্রান্ত হচ্ছে ওই পরিবারগুলোসহ   এলাকাবাসী। বর্তমানে অপরিকল্পিতভাবে রাস্তা ও ঘরবাড়ি নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়েছে। এবারো বর্ষা মৌসুমে প্রবল বর্ষায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পুকুর-বাড়িতে বৃষ্টির পানিতে থৈ থৈ করছে।
এতে দুর্ভোগে ঐ গ্রামের ইব্রাহীম আলীর ছেলে লালন ও আবুল হাশেম, মহসিনের স্ত্রী পরিস্কার, কলিমউদ্দীনের ছেলে রসিক ও রশিদ, জামাল হোসেনের স্ত্রী বিলকিছ সহ প্রায় ৬/৭টি পরিবার। পানিবন্দি থাকায় রান্না, খাওয়া এমনকি রাত্রিযাপন করতেও মানবেতর অবস্থা দেখা দিয়েছে। জলাবদ্ধতায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম নাকাল অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে এলাকাবাসী।
বিশেষ করে বৃদ্ধা-নারী-শিশু, গবাদিপশু- গরু, ছাগল, মুরগি ও ছোট ছেলেমেয়েদের চলাফেরা ও খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। সাপ ও পানিজাত পোকা বাড়িতে উঠে আসছে। সবমিলে মানুষের দুর্ভোগ প্রকট আকার ধারণ করছে।
এ ব্যাপারে গ্রামের পানিবন্দি লালনের স্ত্রী রূপালী খাতুন জানান, প্রতি বছরই আমাদের এই মহল্লায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিবন্দি হয়ে পড়ে ৬/৭টি  পরিবার। আমরা  গ্রামবাসীর পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থা নিতে মেম্বারের মাধ্যমে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, এ বছরের টানা বর্ষণে অসহায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েও মেরামতে কোনো উদ্যোগ নেননি। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা দূর করতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর