× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কুয়াকাটায় কৃষকের বাড়িতে গ্যাসের সন্ধান

বাংলারজমিন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

কুয়াকাটা ধুলাসার ইউনিয়নের গঙ্গামতিতে নলকূপের সঙ্গে মোটরের পাইপ স্থাপনের সময় সন্ধান মিলেছে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের। গতকাল সকালে  ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির বড়হরপাড়া গ্রামের নিজ বসতবাড়িতে এ গ্যাসের সন্ধান পান জমির মালিক কৃষক নাসির উদ্দিন। খবর পেয়ে কুয়াকাটার প্রেস ক্লাবের সংবাদকর্মীরা হাজির হন ওই বাড়িতে।
সরজমিন স্থানীয়রা জানান, প্রায় দুই মাস পূর্বে মাটির নিচে নলকূপের পাইপ স্থাপনের সময় ৮০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠে আসে। এ সময় নলকূপ বসানো মিস্ত্রীরা কোনোরকম নলকূপ বসিয়ে চলে যায়। পরে মঙ্গলবার সকালে বাড়ির মালিক নাসির উদ্দিন নলকূপ থেকে মটারের সঙ্গে পাইপ সংযোগ দিতে গিয়ে নলকূপের নিচে এক ফুট গর্ত করার পরেই গ্যাস বের হতে দেখেন।
বাড়ির মালিক কৃষক নাসির উদ্দিন জানান, সকালে নলকূপের সঙ্গে পাইপের সংযোগ দেয়ার জন্য নলকূলের নিচে গর্ত করি। এ সময় গ্যাস বের হতে দেখে পাইপের মাধ্যমে চুলায় গ্যাসের সংযোগ দিয়ে রান্নার কাজ করি। বিষয়টি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি অবগত হয়েছি। এবং ধুলাসার ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে যাতে গ্যাসের কাছাকাছি কেউ আগুন ব্যবহার না করে। আরো দুই একদিন দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর