× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দেশে মৃত্যুর হার কমছে, সরকারের দেয়া তথ্যে ভারতে করোনা আতঙ্ক বাড়ছে

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ২২, ২০২০, বুধবার, ৯:২৯ পূর্বাহ্ন

ভারতে করোনা যে তার লেলিহান রুপ ধারণ করেছে তাতে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু করোনা সন্ত্রাসের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে প্রতিদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া বুলেটিন ৷ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জানিয়ে করোনা সম্পর্কে ভীতির বাতাবরণ সৃষ্টি করা ছাড়াও তাদের পরস্পরবিরোধী তথ্যে ছড়াচ্ছে বিভ্রান্তিও ৷ মঙ্গলবারই একটি রিপোর্টে বলা হয়েছে এদিন আক্রান্তের সংখ্যা সাইত্রিশ হাজার একশো আটচল্লিশ ৷ অন্য একটি রিপোর্টে সংখ্যাটি দাঁড়িয়েছে আটত্রিশ হাজার চারশো ৷ মে মাসে ভারতে আক্রান্তের সংখ্যা ছিল দেড় লক্ষ, মৃত চারহাজার দুশো সাতষট্টি ৷ জুন মাসে আক্রান্ত চার লক্ষ, মৃত এগারো হাজার ন' শো অষ্টআশি ৷ আর জুলাই এর একুশ তারিখ পর্যন্ত আক্রান্ত ছ'লক্ষের বেশি, মৃত্যু এগারো হাজার তিনশো পঁচিশ ৷ জুলাই মাসের এখনো ন দিন বাকি আছে ৷ সংখ্যাটি কোথায় পৌঁছাবে কেউ জানেনা ৷ অথচ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা ঘটা করে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, ভারতে মৃত্যুর হার কমছে ৷ সতের জুন ভারতে করোনায় মৃত্যুর হার ছিল তিন দশমিক ছত্রিশ ভাগ৷ তা কমে একুশ জুলাই দাঁড়িয়েছে দুই দশমিক তেতাল্লিশে ৷ এখানেই শেষ নয়, প্রতি দশ লক্ষে ভারতে মৃত্যুর হার বিশ দশমিক চার৷ যা বিশ্বের প্রতি দশ লক্ষে সাতাত্তরের থেকে অনেক কম ৷ ভারতে মোট এগারো লক্ষ পঞ্চান্ন হাজার একশো একানব্বই জন করোনা আক্রান্ত হলেও সাত লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সাতানব্বই জন করোনা মুক্ত হয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে ৷ সাধারণ মানুষের ধারণা, এই রিপোর্টগুলোই মানুষের মনে ভয় ও অনাস্থা তৈরি করছে ৷ খালি চোখে মানুষ যা দেখছে তাই বিশ্বাস করে ৷ তাই, অযথা বিভ্রান্ত না করে ইতিবাচকতার পথে হাঁটুক সরকার - দাবি সবার ৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর