× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

চলচ্চিত্রে চলছে ‘সার্কাস’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার

চলচ্চিত্রের অবস্থা ভালো না অনেক দিন ধরেই। তার ভেতর করোনা পরিস্থিতি আরো নাজুক করে ছেড়েছে এ অঙ্গনের পরিস্থিতি। করোনা পরিস্থিতি কবে শেষ হবে এবং কবে চলচ্চিত্র অঙ্গন ঘুরে দাঁড়াবে সেটা নিয়েই সন্দেহ রয়েছে। এর ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অভিযোগ ও পাল্টা অভিযোগ। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১৮টি সংগঠন বিভিন্ন কারণে ক’দিন আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সংবাদ সম্মেলনে জানান, জায়েদ খানের বিরুদ্ধে অনেক অভিযোগ। তিনি প্রযোজক ও পরিচালকদের হেয় করে কথা বলেন। অনেক শিল্পীকেও তিনি অপমান করেছেন।
তিনি অনেক শিল্পীকে এসএমএস করে আমাদের তৈরি নীতিমালা না মানতে উৎসাহিত করেছেন। সব মিলিয়ে তাই আমরা সবাই মিলে (১৮টি সংগঠন) জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে অবাঞ্ছিত করা হয়েছে আরো মাস দুয়েক আগে। এদিকে জায়েদ খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। এরপর থেকেই চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগ। অনেক শিল্পী যেমন জায়েদ ও মিশা সওদাগরের পক্ষে কথা বলেছেন, আবার অনেকে কথা বলছেন বিপক্ষেও। ১৮ সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন তারা। এরইমধ্যে শিল্পী সমিতি থেকে বাদ পড়া শিল্পীরা জায়েদ খান ও মিশা সওদাগরের পদত্যাগের দাবিতে মানববন্ধনও করেছেন। বিষয়টি নিয়ে নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, শিল্পীদের অবাঞ্ছিত করার অধিকার পৃথিবীতে কারো নেই। তার এমন মন্তব্যের জেরে পরিচালক মালেক আফসারি এক ভিডিও বার্তায় বলেছেন, মিয়া ভাই ফারুক এক সময় চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ছিলেন। তখন এ পরিবারের পক্ষ থেকে নায়ক শাকিব খানকে অবাঞ্ছিত করা হয়েছিল। তাহলে শাকিব কি শিল্পী না? এই প্রশ্নটা থাকলো আমার। এদিকে এর মাঝেই ক’দিন আগে প্রযোজক ও নায়ক অনন্ত জলিল তার ছবিতে হিরো আলমকে নেয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। এমনকি হিরো আলমকে সাইনিং মানিও দেয়া হয়। কিন্তু বিভিন্ন কারণে সম্প্রতি নিজের সেই ছবি থেকে অনন্ত বাদ দিয়েছেন হিরো আলমকে। এই নিয়ে চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনা। হিরো আলমকে বাদ দেয়া প্রসঙ্গে অনন্ত জানান, হিরো আলমকে নিয়ে সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানিও ফেরত নেবো না। সিংহভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজন হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর আপত্তি জানাচ্ছেন। এবং সম্প্রতি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই। বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। অন্যদিকে হিরো আলম পাল্টা অভিযোগ করে বলেন, চলচ্চিত্রের ১৮ সংগঠনের সভায় জায়েদ খানকে নিয়ে কথা বলার কারণেই অনন্ত জলিল তাকে ছবি থেকে বাদ দিয়েছেন। অনন্ত তাকে ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এই বিষয়ে পরিষ্কার করতে অনন্ত জলিল বেশ কয়েকটি ভিডিও তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। অন্যদিকে হিরো আলমও ভিডিও পোস্টের মাধ্যমে পাল্টা জবাব দিয়ে যাচ্ছেন। এদিকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চলচ্চিত্রের মানুষদের এমন অভিযোগ ও পাল্টা অভিযোগকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেছেন। করোনার এই কালে যেখানে সবাইকে এক ছাতার নিচে এসে সমস্যা মোকাবিলা করার কথা, সেখানে এ ধরনের বিষয়কে চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। খুব দ্রুতই এসব সমস্যা আলোচনায় বসে সমাধানের তাগিদ দিয়েছেন তারা। তবে আশার কথা হলো, চলচ্চিত্র পরিবার প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকার প্রণোদনাসহ সুনির্দিষ্টভাবে ৪টি প্রস্তাব পেশ করা করেছে। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির এক প্রতিনিধিদল ২১শে জুলাই শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে দেখা করেছে। সেখানে তারা চলচ্চিত্রকে প্রথম শ্রেণির শিল্পে উন্নতিকরণের দাবি জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, মো. শামসুল আলম, আলিমুল্লাহ খোকন প্রমুখ। এদিকে চলচ্চিত্র পরিবারের ৪টি প্রস্তাব প্রসঙ্গে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, তথ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে আমরা কয়েকবার মিটিং করেছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি শিগগিরই ওনার কাছে আমাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারবো। আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হলেই চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর