× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অনন্যা রুমার পাঁচ গান

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২০, শুক্রবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংগীতশিল্পী, পরিচালক ও ইভেন্ট অর্গানাইজার অনন্যা রুমা পাঁচটি গান নিয়ে হাজির হচ্ছেন। প্রতিটি গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই। একইসঙ্গে গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণও হচ্ছে বলে জানিয়েছেন অনন্যা রুমা। তিনি জানান, জাহিদ বাসার পংকজ ও তার সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন খালিদ মুন্না। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন অনন্যা রুমা নিজেই। গানটির কথা ও সুরের পাশাপাশি সংগীতায়োজনও তারই করা। অন্যদিকে শিল্পী সুজন আরিফ ও রাফাতকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী একটি গানও গেয়েছেন অনন্যা রুমা। এ ছাড়া তার গাওয়া দিওয়ানা গানের সিক্যুয়াল নিয়েও হাজির হচ্ছেন বলে জানান এই সংগীতশিল্পী-নির্মাতা।
এদিকে ভারতীয় শিল্পী রেক্সডিসোজার সঙ্গেও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অনন্যা রুমা বলেন, প্রতিটি গানের কথা ও সুর করেছি আমি। এ ছাড়া আমার সহশিল্পীরা খুব পরিশ্রম করেছেন। দরদ দিয়ে কাজ করেছেন। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি শ্রোতাদের কাছে গানগুলো খুব ভালো লাগবে। সরকারি চাকরি ছেড়ে ১৯৯৭ সাল থেকে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত অনন্যা রুমা। দীর্ঘদিন এ অঙ্গনে একাধারে গানের পাশাপাশি অনুষ্ঠান নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৮০০টির বেশি টিভি অনুষ্ঠান নির্মাণ করেছেন। দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে দেশে অনেক সফল অনুষ্ঠান উপহার দিয়েছেন তিনি। সংগীতশিল্পী হিসেবে ১২টি অ্যালবাম প্রকাশ হয়েছে অনন্যা রুমার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর