× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কাছের মানুষজন পাশে থাকাতে নিঃসঙ্গ বোধটা হয়নি- ফাহমিদা নবী

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২০, শুক্রবার

চার মাসেরও বেশি সময় ধরে ইংল্যান্ড অবস্থান করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী। সেখানে লকডাউনেই ছিলেন তিনি। করোনা ভাইরাস সংক্রমণেরর শুরু থেকেই দেশটি লকডাউনে চলে যায়। অবশ্য পরিস্থিতি কিছুটা শিথিল হলে ফাহমিদা নবী ইংল্যান্ড থেকে দেশে উড়ে আসেন গত ১৮ই জুলাই। দেশে ফিরেও ১৪ দিনের বন্দি জীবন। সরকারি নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। ফাহমিদা নবী বলেন, দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি আমার বাসায় উঠেছি। সরকারিভাবে আমাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা দিয়েছে।
আমিও সেই পরামর্শ মতো চলছি। আমার বোন সামিনা ও ভাই পঞ্চমের বাসা থেকে খাবার পাঠাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। বই পড়া, টিভি দেখা, গান শোনার সঙ্গে লেখালেখি করে এ সময়টা অতিবাহিত করছি। ঈদের দিনও কোয়ারেন্টিনে থাকবো। কোয়ারেন্টিনে যেমন কোনো সমস্যার মুখে পড়ছেন না তেমনি ইংল্যান্ডেও লকডাউনে বেশ দারুণ সময় কেটেছে ফাহমিদার। তিনি জানান, মেয়ের সঙ্গে বোনের বাসাতেই ছিলেন এই গায়িকা। ফাহমিদা নবী বলেন, লকডাউনের কারণে রাস্তায় জনসমাগম ছিল না বললেই চলে। দৃষ্টিসীমা অনেক দূর পর্যন্ত যেত। প্রকৃতির সুন্দর সেই দৃশ্যে চোখ জুড়িয়ে যেত। খুব বেশি সমস্যা হতো না। আর কাছের মানুষজন পাশে থাকাতে নিঃসঙ্গ বোধটাও হয়নি। তখন প্রায় প্রতিদিনই ডায়েরি লিখেছি। রান্নাও করেছি প্রায় প্রতিদিনই। ইংল্যান্ডে লকডাউন চলাকালীন ‘তোমায় একটা গান শোনাব’ ও ‘তোমাকে আজ বলা হল না’ শিরোনামে দুটি গানও লিখেছেন ফাহমিদা নবী। এগুলোর সুর করাও শেষ হয়ে গেছে। এখন শুধু সংগীতায়োজন বাকি। অন্যদিকে আসছে ঈদ উপলক্ষে ‘ভালোবাসার নদী’ শিরোনামে একটি গান প্রকাশ হচ্ছে ফাহমিদা নবীর। এটি লিখেছেন তুহিন আখন্দ ও সুর করেছেন রাজন সাহা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর