× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈদের নাটকে ব্যস্ত এমিলা

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৬ জুলাই ২০২০, রবিবার

চলতি প্রজন্মের অভিনেত্রী এমিলা হক। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন ধারাবাহিক নাটকে। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত ছয়টি ধারাবাহিক। করোনা পরিস্থিতির কারণে এতদিন এগুলোর কাজ আটকে ছিলো। তবে সম্প্রতি ধারাবাহিকগুলোর টানা কাজ করেছেন এমিলা। এর বাইরে ঈদের ধারাবাহিক ও খণ্ড নাটকেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‌দীপ্ত টিভির ‌'মান অভিমান', মাছরাঙা টিভির 'চাঁন বিরিয়ানি', এটিএন বাংলার 'আনন্দ ভ্রমন', নাগরিক টিভির 'গুগল ভিলেজ', এশিয়ান টিভির 'গোবিন্দপুরের গল্প' এবং এনটিভির 'শহর আলী'। এ নাটকগুলো প্রসঙ্গে এমিলা হক বলেন, ধারাবাহিকগুলোর শুটিংয়ের শিডিউল দিতেই হিমশিম খেতে হচ্ছে।
কারণ সবগুলোর শুটিংই শুরু হয়েছে করোনাকালের পর। তবে এ নাটকগুলো থেকে এরইমধ্যে খুব ভালো সাড়াও মিলছে। এগুলোর পাশাপাশি ঈদের কাজ করেছি। এমিলা জানান, এরইমধ্যে তিনি বাংলাভিশনের 'তার্জন ভিসা' শিরোনামের একটি সাত পর্বের ঈদ ধারাবাহিকের কাজ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন শামস করিম। অন্যদিকে ওবিদ রেহান পরিচালিথ ঈদের খণ্ড নাটক ‌'লাবু বিএসসি' এর কাজও শেষ করেছেন। এখানের এমিলের বিপরীতে রয়েছেন মির সাব্বির। এর বাইরে আচার্য্য বর্ণ পরিচালিত ‌'ইংলিশ জামাই' শীর্ষক খণ্ড নাটকেও কাজ করেছেন এ গ্ল্যামারকন্যা। এছাড়া আদিবাসি মিজানের 'ভেরিফিকেশন' শীর্ষক নাটকেও কাজ করেছেন তিনি। এমিলা বলেন, বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সময়। ঈদ পর্যন্ত টানা ব্যস্ত থাকতে হবে ধারাবাহিক ও ঈদের নাটক নিয়ে। ঈদের যে নাটকগুলো করেছি সেগুলোর গল্প ও আমার চরিত্র বেশ চমৎকার। আশা করছি ভালো লাগবে দর্শকদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর