× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভিন্নতা নিয়ে আসছে 'ইনফিনিটি'

বিনোদন

স্টাফ রি‌পোর্টার
২৮ জুলাই ২০২০, মঙ্গলবার

রোমান্টিক, থ্রিলার বা অ্যাকশন অনেক তো দেখা হলো। এবার একেবারে ভিন্ন কিছু দেখা হবে। অনলাইন প্ল্যাটফর্ম এর দক্ষ নির্মাতা মেহেদী হাসিব নিয়ে আসছেন ফর্মুলার বাইরে গিয়ে একদম নতুন কনসেপ্ট নিয়ে নির্মিত ভিন্নধর্মী ওয়েব সিরিজ 'ইনফিনিটি'। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন পরিচালনা করলেও এবার আন্তর্জাতিক মানের ভিএফএক্স নিয়ে হাজির হচ্ছে মেহেদি হাসিবের ডট থ্রী প্রডাকশন ও স্টুডিও মনষ্টার। বাজেট স্বল্পতার জন্যই আমাদের দেশে ভিএফএক্সের এমন কাজ নাটকে আগে দেখা যায়নি। যেহেতু ভিএফএক্স এনিম্যাশন হাউজ “স্টুডিও মনস্টার” মেহেদি হাসিবের ইনহাউজ স্টুডিও, তাই এর বিশেষ সহযোগিতায়, চোখ ধাধানো অ্যাকশন দৃশ্য, গান ফাইটসহ অন স্ক্রিন বিভিন্ন ভিএফএক্স এর কাজের দেখা মিলবে 'ইনফিনিটি' ওয়েব সিরিজে। তিনি জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫ টি ভিন্ন ভিন্ন ব্যাতিক্রমধর্মী সেট, সেই সাথে একটি বিশাল ক্রোমা সেট ! বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে, ১৭ টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনে। যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘন্টা শুটিং করতে হয়! কেন্দ্রীয় চরিত্রে শরীফুল রাজের সাথে আরও ছিলেন অভিনেত্রী মুমতাহিনা টয়া, অভিনেতা ও পরিচালক সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, মাসুম বাশার, আমীরুল ইসলাম সহ অনেকে।
ব্রুথাল গেমিং, ব্রেইন মোডিফিকেশন, সিক্রেট ল্যাব টেস্টিং সহ এমন কিছু টপিক নিয়ে এই গল্প এগিয়েছে যা বিনোদনের মাত্রা বাড়িয়ে দিবে অনেকগুন।
সাত পর্বের আপকামিং এই একশ্যান থ্রিলার ওয়েব সিরিজ এর প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য ২০ মিনিট ।
মোশন রক এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ও ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'ইনফিনিটি' ওয়েব সিরিজের প্রথম সিজন আগামী মাসেই রিলিজ দেয়া হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর