× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈদ অডিও বাজার /স্থবির গানের বাজারে খানিক স্বস্তি

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার

গত কয়েক বছর ধরেই ডিজিটাল মাধ্যমে প্রকাশ হচ্ছে গান। এ ধারায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছেন সংগীত সংশ্লিষ্ট থেকে শুরু করে গানের শ্রোতারাও। এদিকে গত দুই বছর ধরেই ওয়েলকাম টিউনসহ মোবাইলভিত্তিক কনটেন্ট থেকে আয় কমে যাওয়ায় গানের বাজারের অবস্থা ভালো নেই। এরমধ্যে মার্চ থেকে করোনা পরিস্থিতি শুরু হলে কয়েক ধাপ পিছিয়ে যায় গানের ইন্ডাস্ট্রি। সব মিলিয়ে এই ধাক্কা সামলিয়ে উঠতেও সচেষ্ট ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকরা। রোজার ঈদে সংখ্যার বিচারে স্বাভাবিকভাবে কম গান প্রকাশ হয়। তবে করোনা পরিস্থিতিতেও গেল কোরবানির ঈদে উল্লেখযোগ্য সংখ্যক গান প্রকাশ হয়েছে, যেটা কিছুটা হলেও স্থবির ইন্ডাস্ট্রিতে স্বস্তি এনে দিয়েছে। এরমধ্যে ইউটিউবের পাশাপাশি অ্যাপসেও অনেক গান প্রকাশ হয়েছে।
এবার ঈদে সাউন্ডটেক প্রকাশ করেছে ইমরান-বৃষ্টির ‘তোমায় শুধু চাই’, এফ এ সুমনের ‘একলা একা’, লায়লার ‘এক খান পান চাইলাম’ ও সাবরিনা সাবার ‘কারে খুঁজিস’। সংগীতার ব্যানারে প্রকাশ হয়েছে এফ এ সুমনের ‘সোনা পাখি’, মাহতিম সাকিবের ‘জানি আমি জানি’সহ কিছু গান। অন্যদিকে জি-সিরিজের উল্লেখযোগ্য ঈদের গানের মধ্যে রয়েছে বাপ্পা মজুমদারের ‘জানতে চেওনা’, এফ এ সুমনের ‘বহুরূপী’, মুনের ‘যাবি কবে’ প্রভৃতি। লেজারভিশন প্রকাশ করেছে বেলাল খানের ‘বোকা মন’, পারভেজের ‘নূরে মাওলা’ প্রভৃতি। সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয়েছে বাপ্পা মজুমদারের ‘মনটা ছুঁলেই বুঝবে’, আসিফ আকবরের ‘মিথ্যেবাদী’, বালামের ‘তুমি রূপকথায়’, তাহসানের ‘একদিন’, কাজী শুভর ‘জ্বালা শুধু বুকে’, প্রত্যয় খানের ‘তুমি জানো না’, শামসের ‘অন্তরে রাখি’ প্রভৃতি। ঈগল মিউজিক প্রকাশ করেছে বাউল সুকুমারের ‘তোর মনে কি চায় আল্লাহ জানে’, শামসের ‘কান্দি তোমার কারণে’ প্রভৃতি। সিএমভি প্রকাশ করেছে ইমরান-সিঁথির ‘জানি পাবো না’, ন্যান্‌সির ‘এমন একটা মন’সহ কিছু গান। ধ্রুব মিউজিক স্টেশন ঈদে প্রকাশ করেছে আসিফ আকবর ও মৌটুসী পার্থ’র ‘তুমি এলে’, ইমরান-সুমনার ‘রাখিস আমার হাতটা ধরে’, পূজা ও রাজ বর্মনের ‘তোকে চাই’, রুবাইয়াত জাহান ও রাজা কাশেফের ‘দুটি চোখ’, লুৎফর হাসানের ‘কার বালিশে ঘুমাও’, মিলন-বৃষ্টির ‘প্রেমরোগ’সহ কিছু গান। অন্যদিকে সেভেনটিউনসের ব্যানারে মাহতিম সাকিবের ‘তুই থাকলে পাশে’, ই-মিউজিক প্রকাশ করেছে কনার ‘প্রাণে তো সয়না’, সুরঞ্জলি প্রকাশ করেছে ইমরানের ‘হারানোর ভয়’ শীর্ষক গান। অন্যদিকে আসিফ আকবর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ওপার বাংলার সুমন চট্টোপাধ্যায়ের কথা-সুরে ‘সিরিয়ার ছেলে’, রবীন্দ্রসংগীত ‘আলো আমার আলো’সহ কিছু গান। বেলাল খান তার চ্যানেলে প্রকাশ করেছেন নদীর সঙ্গে গাওয়া ‘আমার কেউ নেই তুমি ছাড়া’। পূজা তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘নগদ প্রেম’ শীর্ষক গানের ভিডিও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর