× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ইউরোপা লীগের শেষ আটে ম্যানইউ-ইন্টার

খেলা

স্পোর্টস ডেস্ক
৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার

প্রত্যাশিত ভাবেই ইউরোপা লীগের শেষ আটে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান। বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে অস্ট্রিয়ান ক্লাব এলএএসকে’কে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৭-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে ওলে গানার সুলশারের দল। ইন্টার মিলান ২-০ গোলে হারিয়েছে গেতাফেকে।

ওল্ড ট্র্যাফোর্ডে ৫৫ মিনিটে ফিলিপ ওয়েসিঙ্গের এগিয়ে দেন এলএএসকে’কে। দুই মিনিট পরই ইউনাইটেডকে সমতায় ফেরান জেসে লিনগার্ড। ড্রয়ের পথে থাকা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অঁতনি মার্শিয়াল। ৮৪ মিনিটে বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটেই গোল করে জয় এনে দেন রেড ডেভিলদের। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল করলেন এই ফরাসি স্ট্রাইকার।
শেষ আটে ইউনাইটেডের প্রতিপক্ষ ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন। প্রথম ডেনিশ ক্লাব হিসেবে ইউরোপা লীগের শেষ আটে নাম লিখিয়েছে দলটি।



করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইন্টার মিলান ও গেতাফের ম্যাচসহ অারো কয়েকটি ইউরোপা লীগের শেষ ষোলোর ম্যাচ ‍অনুষ্ঠিত হয়েছে এক লেগে। কোয়ার্টার ও সেমি ফাইনালও হবে এক লেগে। জার্মানির ভেলটিন্স অ্যারেনায় ইন্টান মিলান খেলতে নেমেছিল ২০১০-১১ মৌসুমের পর সিরি আ’য় রানার্স আপ হওয়ার ‘তৃপ্তি’ নিয়ে। ৩৩তম মিনিটে রোমোলু লুকাকুর গোলে এগিয়ে যায় ইন্টার। ৭৬ মিনিটে হোর্হে মলিনা পেনাল্টি মিস করায় সমতায় ফিরতে পারেনি গেতাফে। ৮৩ মিনিটে গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন ক্রিস্টিয়ান এরিকসন। ইন্টার মিলান কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেস্কের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর