× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বাবর-শফিকদের হারিয়ে চাপে পাকিস্তান

খেলা

স্পোর্টস ডেস্ক
৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার

বৃষ্টিস্নাত প্রথম দিনে দাপট দেখিয়েছিলেন বাবর আজম-শান মাসুদ। তাদের ব্যাটে ভর করে ১৩৯/২ নিয়ে দিন শেষ করে পাকিস্তান। তবে পেসারদের নৈপুণ্যে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ৪৮ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়েছেন ব্রড-অ্যান্ডারসনরা। ১৮৭/৫ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান।

সকালের সেশনে পাকিস্তান হারিয়েছে বাবর, আসাদ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট। আগের দিন ৬৯ রানে অপরাজিত থাকা বাবর আজ কোনো রান না করেই ফিরেছেন সাজঘরে। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসনের বলে জো রুটের হাতে ধরা পড়েন তিনি। 

১১ রানের ব্যবধানে আসাদ শফিককে (৭) তুলে নেন স্টুয়ার্ট ব্রড। দলীয় ১৭৬ রানে ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
৪১ বলে ৯ রান করেন তিনি।

শাদাব খানকে নিয়ে ১১ রান যোগ করে বিরতিতে গেছেন ওপেনার শান মাসুদ। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছেন এই বাঁহাতি। ২২৫ বল মোকাবেলা করে তার সংগ্রহ ৭৭ রান। শাদাব ক্রিজে আছেন ১ রানে। আরো ৭২ ওভার খেলা বাকি আজকের দিনের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর