× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দুশ্চিন্তা বাড়ছে জেমির

খেলা

স্পোর্টস রিপোর্টার
৭ আগস্ট ২০২০, শুক্রবার

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু গত বুধবার প্রথম ধাপে ১২ জনের করোনা টেস্টে ৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরের ধাপে ১২ জনের ৭ জনই করোনা পজেটিভ! যা উদ্বিগ্ন করে তুলেছে প্রধান কোচ জেমি ডে-কে। 

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে ৩৬ ফুটবলারের তালিকা করে বাফুফে। গাজীপুরের সারাহ রিসোর্টে প্রাথমিক ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল তাদের নিয়েই। তবে দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্কে ও নতুন মুখ তারিক কাজী আছেন ফিনল্যান্ডে। আর বসুন্ধরা কিংসের তিন ফুটবলার মাসুক মিয়া জনি, মতিন মিয়া ও আতিকুর রহমান ফাহাদ চোট থেকে কেবল সুস্থ হয়েছেন। ক্লাব থেকে ক্যাম্পে যোগ দেয়ার ছাড়পত্র পাননি তারা। ফলে ৩১ জনকে নিয়ে তিন ধাপে গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্প শুরুর পরিকল্পনা হয়।
সেখান থেকে কমে যায় আরো ১১ জন। আজ করোনা টেস্ট হবে আরো ৭ ফুটবলারের। প্রধান কোচ জেমি ডের ধারণা আরো খেলোয়াড় আক্রান্ত হতে পারেন করোনা ভাইরাসে। গতকাল তিনি বলেন, ‘শুরুটা ভালো হয়নি। মনে হচ্ছে আরো খেলোয়াড় আক্রান্ত হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের করোনা পরিস্থিতির চিত্রটা খুবই খারাপ মনে হচ্ছে।’

আগামী ৮ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। হাতে এক মাসের মতো সময় আছে। এ সময়ের ভেতরেই আক্রান্ত খেলোয়াড়দের দ্রুত সুস্থ হয়ে উঠাটা গুরুত্বপূর্ণ। জেমি জোর দিচ্ছেন সুস্থদের সুরক্ষার ওপরও। তিনি বলেন, ‘এটি খুবই খারাপ সময়। খেলোয়াড় ও স্টাফদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলোর ওপর বেশি করে জোর দিতে হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর