× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্সা প্রেম ভুলতে না পেরে ‘ঘরে’ ফিরতে চান সিটি তারকা

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২০, শুক্রবার

বার্সেলোনার বিখ্যাত একাডেমী লা মাসিয়া উপহার দিয়েছে বিখ্যাত সব ফুটবলার। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, কার্লেস পুয়োল, ভিক্টর ভালদেস-এর মতো কিংবদন্তিরা উঠে এসেছেন লা মাসিয়া থেকে। তবে একাডেমী থেকে মূল দলে সুযোগ পাওয়াটা সহজ নয়। মূল দলে সুযোগ না পেয়ে অনেকেই যোগ দেন অন্য ক্লাবে। তবে তাদের মন পড়ে থাকে বার্সেলোনাতেই। অন্য দলের জার্সিতে আলো ছড়িয়ে ‘ঘর ছাড়া’ ফুটবলাররা বার্সার নজর কাড়েন। কাতালান ক্লাবটির ডাকে সাড়া দিতেও দেরি করেন না তারা। যেমনটা করেননি ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার এরিক গার্সিয়া।

লা মাসিয়ায় বেড়ে উঠা জেরার্ড পিকে পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
সেস্ক ফ্যাব্রেগাস আর্সেনালে। আর জর্ডি আলবা ভ্যালেন্সিয়ায়। সেখানে বল পায়ে ঝলক দেখিয়ে তারা বুঝিয়ে দেন ‘কাতালান ক্লাবটির জার্সি গায়ে খেলার সামর্থ্য আছে তাদেরও।’ সদ্য শেষ হওয়া মৌসুমে এরিক গার্সিয়া ম্যানসিটির রক্ষণ সামলেছেন দারুণভাবে। সেন্ট্রাল এই ডিফেন্ডার ২০১৭ সালে ১৬ বছর বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। এই তিন বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিটির রক্ষণভাগের অন্যতম সেরা হিসেবে। ২০২১ সাল পর্যন্ত ইংলিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি রয়েছে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের। সিটিজেনরা চেয়েছিল গার্সিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। তবে রাজি হননি কুশলী এই ডিফেন্ডার। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা নিজেই জানিয়েছেন এই তথ্য, ‘ওর সঙ্গে চুক্তির আর বাকি আছে এক বছর। ইতোমধ্যে ও জানিয়ে দিয়ে চুক্তির মেয়াদ বাড়াবে না। আমরা ধরেই নিতে পারি ও অন্য কোথাও খেলতে চায়।’

স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, জেরার্ড পিকের উত্তরসূরি হিসেবে গার্সিয়াকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। ১২ বছর ধরে কাতালানদের রক্ষণ সামলানো পিকের বয়স পেরিয়েছে ৩৩। বয়সের সঙ্গে কমেছে গতি। রক্ষণের শক্তি বাড়াতে চলমান গ্রীষ্মকালীন দলবদলেই গার্সিয়াকে ঘরে ফেরাতে চায় বার্সা। সিটিজেনদের সঙ্গে চুক্তির মেয়াদ আর এক বছর থাকায় খরচটাও বেশি করতে হবে না। দুই কোটি পাউন্ড খরচ করলেই ঘরের ছেলেকে ফিরিয়ে আনতে পারবে বার্সেলোনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর