× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সেপ্টেম্বরে অনুশীলন শুরু করবেন সাকিব

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২০, শনিবার

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। সেপ্টেম্বরে অনুশীলন শুরু করবেন তিনি। এমনটাই জানিয়েছেন, সাকিবের এক সময়কার কোচ নাজমুল আবেদীন ফাহিম।

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আসছে ২৯শে অক্টোবরে তার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অলরাউন্ডার। নাজমুল আবেদীন জানালেন, আগস্টের শেষ দিকে ঢাকায় ফিরতে পারেন তার ছাত্র। বর্তমানে বিকেএসপির ক্রিকেট পরামর্শকের দায়িত্ব পালন করা আবেদীন ক্রিকবাজকে বলেন, ‘সেপ্টেম্বর হতে বিকেএসপিতে রেসিডেন্সিয়াল ট্রেনিং শুরু করবে সাকিব। তবে ঠিক কতদিন ট্রেনিং চলবে তা এখনো নির্ধারণ করতে পারিনি।
প্রয়োজনে এক মাসের চেয়েও বেশি হতে পারে তার ট্রেনিং।’

দীর্ঘদিন খেলার বাইরে থাকায় সাকিবের ফিটনেসের বিষয়টিতে বাড়তি জোর দিচ্ছেন বিকেএসপির সাবেক প্রধান কোচ নাজমুল আবেদীন। তিনি বলেন, ‘সাকিবের বর্তমান শারীরিক অবস্থান জানতে আমরা বিকেএসপির স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ডের সহযোগিতা নেবো। আমাদের কোচ ও ট্রেইনাররাও কাজ করবেন তার সঙ্গে। ক্রিকেট কোচ ছাড়াও বক্সিং ও অ্যাথলেটিক্স কোচরা সাকিবকে সহযোগিতা করবেন। জিমসহ অন্যান্য সকল সুবিধা পাবে সে।’

নাজমুল আবেদীন জানিয়েছেন, প্রাথমিক ধাপে ফিটনেস ও স্কিল ওয়ার্কে মনযোগ দেবেন সাকিব। এরপর ব্যাটিং ও বোলিং অনুশীলনে নামবেন এই অলরাউন্ডার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর