× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কেরালা বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারদের শোক

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২০, শনিবার

কেরালার কোজিকোড়ের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। কিংবদন্তি শচীন টেন্ডুলকার টুইট করেছেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’ বর্তমান অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘কোজিকোড়ের বিমান দুর্ঘটায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা। যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
ওপেনার রোহিত শর্মার টুইট, ‘কোজিকোড়ে এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রী ও স্টাফদের জন্য প্রার্থনা। মর্মান্তিক খবর।’ আজিঙ্কা রাহানে বলেছেন, ‘সত্যিই খুব খারাপ খবর। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের যাত্রী ও স্টাফরা যেন অক্ষত থাকে।’ এছাড়া ইরফান পাঠানসহ আরো অনেকে সমবেদনা জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের প্রতি।
শুক্রবার দুবাই থেকে কেরালায় আসার সময় কোজিকোড় বিমানবন্দরের রানওয়েতে দুই টুকরো হয়ে ভেঙে পড়ে বন্দে ভারত মিশন-এর এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ এক্সপ্রেস বিমান। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটির অবতরণের সময় ঘটনাস্থলে প্রচ- বৃষ্টি হচ্ছিল।
বিমানে ১৯১ জন যাত্রী ছিলেন। দুই পাইলটসহ এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের মধ্যে ১১২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর