× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ আগস্ট ২০২০, শনিবার

 সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা এবং রাজনীতির অনুপ্রেরণার হাতিয়ার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার হযরত শাহজালাল (রহ.)-এর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক হুমায়ুন ইসলাম কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এপতিয়ার হোসেন পিয়ার, সাবেক সংস্কৃতি সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সাবেক সদস্য এ আর সেলিম, অ্যাডভোকেট আজমল আলী, মো. আবদাল মিয়া, শাহিদুর রহমান শাহিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর মোহাম্মদ রাজু, শমসের জামাল, মো. মজির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মাদ আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট মোস্তাফা শাহীন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, মনিরুজ্জামান সেলিম, অ্যাডভোকেট মনসুর রশীদ, সুজেল আহমদ তালুকদার, আহমদ হোসেন খান, ইবাদ খান দিনার প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর