× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৯ আগস্ট ২০২০, রবিবার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা এবং দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় সাতজন নারী এবং ‘কিশোরগঞ্জ কারাগার সংশোধনাগার মডেল’ ইনোভেশনের অংশ হিসেবে কারাগারে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ’৭৫ এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর