× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কোচ হয়ে শৈশবের ক্লাবে ফিরছেন ভ্যান পার্সি

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২০, রবিবার

নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্দ থেকে শুরু হয়েছিল রবিন ভ্যান পার্সির ক্যারিয়ার। এরপর আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড মাতিয়ে ক্যারিয়ারের ইতি টেনেছেন ফেইনুর্দেই। এবার শৈশবের ক্লাবে কোচের ভূমিকায় ফিরছেন সাবেক এ ডাচ ফরোয়ার্ড। ৩৭ বছর বয়সী ভ্যান পার্সি ফেইনুর্দের মূল দলের স্ট্রাইকারদের স্কিল বাড়াতে কাজ করবেন। নিজের নতুন ভূমিকা নিয়ে ভ্যান পার্সি বলেন, ‘এটা কোনো অফিসিয়াল পজিশন নয়। কাজেই আমার ভূমিকার কোনো টাইটেল দিতে পারছি না।’
২০০১-০৪ পর্যন্ত ফেইনুর্দের হয়ে সব প্রতিযোগিতায় ৭৮ ম্যাচে ২২ গোল করেন ভ্যান পার্সি। এরপর যোগ দেন আর্সেনালে। গানারদের জার্সিতে ২০১২ পর্যন্ত ২৭৮ ম্যাচে ১৩২ গোল করে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে।
রেড ডেভিলদের হয়ে ২০১৫ পর্যন্ত খেলেন ভ্যান পার্সি, ১০৫ ম্যাচে করেন ৫৭ গোল। আর্সেনালের হয়ে একটি এফএ কাপ ও ম্যানইউর হয়ে ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লীগ জেতেন ভ্যান পার্সি।
নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৫০ গোলের (১০২ ম্যাচ) রেকর্ডটা ভ্যান পার্সিরই। ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস দলের অন্যতম সদস্য তিনি। খেলেছেন ২০১৪ বিশ্বকাপও। ওই আসরে চমৎকার পারফর্ম করে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন রবিন ভ্যান পার্সি। তবে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে যায় ডাচদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর