× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রোনালদোর সতীর্থদের ধুয়ে দিলেন তার বোন

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২০, রবিবার

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে জুভেন্টাসের প্রয়োজন ছিল ৩ গোল। ক্রিস্টিয়ানো রোনালদো একাই করে ফেলেন দুটো। কিন্তু বাকি ১০ জন মিলেও আরেকটা গোল এনে দিতে পারেননি জুভেন্টাসকে। তাতে ফিরতি লেগে অলিম্পিকি লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতেও শেষ ষোলো থেকে ছিটকে যায় ইতালিয়ান জায়ান্টরা। জুভেন্টাস বাদ পড়ায় রোনালদোর সতীর্থদের তিরস্কার করেছেন তার বোন এলমা আভেইরো।
জুভেন্টাস ফুটবলারদের সমালোচনা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন রোনালদোর বোন। তিনি লিখেছেন, ‘তুমি (রোনালদো) অন্যদের চেয়ে অনেক ভালো খেলেছো। আমি তোমার পারফরম্যান্স ও আত্মনিবেদন দেখে গর্বিত।
কিন্তু তোমার পক্ষে তো আর একা সবকিছু করা সম্ভব নয়। তুমি জানো ফুটবল খেলাটাই এমন। তবে তোমাকে ভাবতে হবে যে, তুমি তোমার সেরাটা দিয়েছো। এখনো তুমিই সেরা।’
এর আগে রোনালদোর আরেক বোন কাতিয়া আভেইরো এক হাত নিয়েছিলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে। গত ডিসেম্বরে ব্যালন ডি অর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন না রোনালদো। পুরস্কারটা জিতবেন না বলেই হয়ত ইচ্ছা করে যাননি তিনি। এ নিয়ে পর্তুগিজ তারকাকে খোঁচা মেরেছিলেন ভ্যান ডাইক। এরপর ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে ভ্যান ডাইককের উদ্দেশ্যে কাতিয়া লিখেন, ‘ এটা ভালোভাবেই জানা যে রোনালদো আজ (কাল) রাতে পুরস্কারটি জিতবে না। যদিও সবাই মিলে গুরুত্বপূর্ণ সব শিরোপা জিতেছি। প্রিয় ভার্জিল, তুমি কোথায় যাচ্ছ? রোনালদো কিন্তু হাজারবার ফিরে এসেছে। রোনালদো যেখানে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সেখানে তুমি এত দিন ধরে খেলেও জিততে পারোনি। এমনকি তুমি যেখানে (ইংল্যান্ড) খেলছ রোনালদো সেখানে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ছিল। তখন আমি তোমার চেয়েও ছোট ছিলাম।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর