× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হকি ক্যাম্পেও করোনার হানা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১০ আগস্ট ২০২০, সোমবার

করোনা হানা দিয়েছে হকি ক্যাম্পেও। গত শনিবার অনূর্ধ্ব-২১ দলের ১৬ জন খেলোয়াড় ক্যাম্পের জন্য রিপোর্ট করে করোনা পরীক্ষা করিয়েছেন। যাদের মধ্যে দু’জনের পজেটিভ এসেছে বলে জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ। আক্রান্ত দু’জন হলেন রকিবুল হাসান ও ওয়ায়দুর রহমান জয়। এ বিষয়ে তিনি বলেন, ‘পজেটিভ হওয়া দু’জনকে আমরা কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করবো। বাকিরা ফিটনেস ক্যাম্প করবে।’
করোনায় বিপর্যস্ত ঘরোয়া ফুটবল। জাতীয় দলের ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়। শঙ্কা নিয়ে শুরু হয়েছে হকির ক্যাম্পও।
গত শনিবার দুপুরে বিমান বাহিনীর শাহীন হলে রিপোর্টিং করেছেন যুব দলের ২১ সদস্যের মধ্যে ১৬ জন। যাদের মধ্যে বিকেএসপির বর্তমান ১২ এবং বিভিন্ন জেলার ৪ জন খেলোয়াড় রয়েছেন। বাকি পাঁচজন ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করেই ক্যাম্পে আসবেন বলে জানা গেছে। হকির ফিটনেস ক্যাম্পে যোগ দেয়া খেলোয়াড়রা হলেন- শফিউল আলম, প্রিন্স লাল সামন্ত, নাঈম উদ্দিন, সারোয়ার মোর্শেদ, খালেদ মাহমুদ, আবেদ উদ্দিন, রাজিব দাস, সিহাব হোসেন, আল আমিন মিয়া, দেবাশীষ কুমার, সাকিব মাহমুদ, জাহিদ হোসেন, সাবেদুর রহমান, সোয়েব মল্লিক, মেহরাব হাসান, রকিবুল হাসান, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, আমিরুল ইসলাম, ওবায়দুর রহমান ও খলিলুর রহমান।
আগের দিন রিপোর্ট করলেও রোববার শাহীন হলে আনুষ্ঠানিকভাবে হকির ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। বিমান বাহিনীর প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ আদেলসহ বেশ ক’জন সদস্য উপস্থিত ছিলেন। অন্যদের নেগেটিভ এলেও সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপরই বিমান বাহিনীর তত্ত্বাবধানে সদর দপ্তরে শুরু হবে খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প। মো. ইউসুফ বলেন, ‘আপাতত কোনো টুর্নামেন্টের লক্ষ্যে নয়, সার্ভিসেস দলের খেলোয়াড়রা অনুশীলনের মধ্যেই রয়েছে। তাই সভাপতির ইচ্ছাতে আমরা জেলা ও বিকেএসপির খেলোয়াড়দের ফিটনেস লেভেল উন্নত করতে চাই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর