× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লেবাননের পথে যুদ্ধজাহাজ সংগ্রাম

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১০ আগস্ট ২০২০, সোমবার

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রাম এখন লেবাননের পথে। যুদ্ধজাহাজ সংগ্রাম সেখানে অবস্থানরত যুদ্ধজাহাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবে। গত রোববার রাতে গণমাধ্যমে পাঠানো নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার দুপুর ২টায় জাহাজটি চট্টগ্রাম নৌ জেটি থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়। নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম মাহ্‌ব-উল ইসলাম জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়া যুদ্ধজাহাজ সংগ্রামের নেতৃত্বে রয়েছেন। এতে ১৫ জন কর্মকর্তা ও ৯৫ জন নাবিক রয়েছেন।
যুদ্ধজাহাজটি শান্তিরক্ষা মিশনে যোগ দিতেই লেবানন যাচ্ছে। জাতিসংঘের মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের অধীনে ভূ-মধ্যসাগরে বর্তমানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয় দুই বছর আট মাস ধরে দায়িত্ব পালন করছে। যুদ্ধজাহাজ সংগ্রাম পৌঁছানোর পর বিজয় দায়িত্ব হস্তান্তর করবে। যুদ্ধজাহাজ বিজয়কে প্রতিস্থাপনের জন্য গত ১৮ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রামকে কমিশনিং করেন। ২০১০ সাল থেকে লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি লেবাননের বৈরুত বিস্ফোরণের ঘটনায় যুদ্ধজাহাজ বিজয় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশ পায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর