× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

এফডিসিতে শোক দিবসের নানা আয়োজন

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট ২০২০, শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে প্রতিবছর পালন করে এ দিনটি। দিনটি স্মরণ করতে নানা আয়োজন করা হয়েছে বিএফডিসিতে। চলচ্চিত্রের ১৮টি সংগঠনের ব্যানারে এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বনানীতে জাতির পিতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এফডিসিতে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এ ছাড়া এফডিসির প্রযোজক সমিতির সামনে মঞ্চ নির্মাণ করে সেখানে সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। খসরু বলেন, জাতির জনক আমাদের যেমন একটি স্বাধীন দেশ দিয়েছেন, তেমনি আমাদের বিনোদনের জন্য দিয়েছেন এফডিসি।
আমাদের এই আলোচনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া চলচ্চিত্রের নির্মাতা, শিল্পীসহ চলচ্চিত্র কর্মীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। আয়োজনে শিল্পী সমিতির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর