× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ডাবিং শেষ করেই চিকিৎসায় যাবেন সঞ্জয় দত্ত

বিনোদন

বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০২০, শনিবার

ফুসফুসে ক্যানসারে আক্রান্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত এখনই চিকিৎসার জন্য ছুটিতে যাচ্ছেন না। হাতে থাকা ‘সাদাক টু’র ডাবিং শেষ করে তবেই চিকিৎসা নেবেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
‘সাদাক টু’র প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমটিকে জানায়, সঞ্জয় দত্ত ছবির ডাবিং শেষ করে ছুটি নেবেন। তার কাজও বেশি নয়। অল্প কিছু কাজ বাকি আছে। সেটি শেষ করেই চিকিৎসায় যাবেন।  
শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লিলাবতী হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হন মুন্নাভাই এমবিবিএস খ্যাত এ অভিনেতা।
সোমবার তিনি বাসায় ফেরেন। তবে এরই মধ্যে সঞ্জয় জানতে পারেন তিনি ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অবশ্য এখন পর্যন্ত এ অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সঞ্জয়ের স্ত্রী প্রযোজক মান্যতা দত্ত, ভক্ত-অনুসারীদের কাছে দ্রুত আরোগ্য কামনা চেয়ে প্রার্থনার আবেদন করেছেন। একই সঙ্গে ৬১ বছর বয়সী এ অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধও করেন মান্যতা।
সঞ্জয় অভিনীত ‘সাদাক টু’ ছাড়াও ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ‘কেজিএফ’র দ্বিতীয় কিস্তিতেও অভিনয়ের কথা রয়েছে এই অভিনেতার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর