× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /সম্পর্কের বাঁধন ভাঙছে করোনা, স্ত্রীকে হাসপাতালে রেখে চম্পট স্বামী

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) আগস্ট ১৭, ২০২০, সোমবার, ১১:৫৯ পূর্বাহ্ন
ফাইল ফটো

করোনা সম্পর্কিত ভীতি এবং সংস্কার  সম্পর্কের বাঁধন ভেঙে দিচ্ছে৷  স্ত্রীর করোনা হয়েছিল বলে রোগমুক্তির পরেও তাকে ঘরে ফেরাতে অনিচ্ছুক স্বামী তাকে  হাসপাতালে ফেলেই পালালেন ৷   নির্মম এই ঘটনাটি কোনও গ্রামে ঘটেনি৷  ঘটেছে খোদ কলকাতায় ৷ একটি সুপার স্পেশালিটি প্রাইভেট হাসপাতালে৷ সল্টলেকের গৃহবধূ পুনম  জয়সওয়াল  করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ পাঁচ বছর হলো বিয়ে হয়েছে পুনমের৷ বাড়িতে শশুর শাশুড়ি ছাড়াও এক সন্তান আছে ৷  পুনমের করোনা ফুসফুস পর্যন্ত পৌছায় ৷  কিন্তু ডাক্তারদের চেষ্টায় কিছুদিনের মধ্যে করোনা নেগেটিভ হয় পুনম ৷  এবার তার বাড়ি যাওয়ার কথা৷  কিন্তু কেউ আসেনা পুনমকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে ৷  হাসপাতাল তার স্বামীকে বারবার ফোন করে জবাব পায়নি৷ তারপর একসময় ফোন সুইচড অফ হয়ে যায়৷  বাধ্য হয়ে হাসপাতাল পূর্ব যাদবপুর থানায় খবর দেয়৷  এরপর থানার ব্যবস্থাপনায় পুনমের স্বামী আসেন৷ হাসপাতালের  বিল মেটান৷ তারপর পুনম বসিয়ে রেখে ট্যাক্সির সন্ধানে যান৷  আর তিনি ফিরে আসেননি৷ সুস্থ পুনমের জায়গা হয় মেডিকা  সেফ হোমে৷  কিন্তু সম্পূর্ণ সুস্থ পুনমকে আর বহন করতে রাজি নয় মেডিকা৷  পুনমের আর্ত আবেদন,  দয়া করে মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেবেন না ৷  অসহায় পুনম জানেনা ষাট ন্যানোমিটার এর একটি ভাইরাস তার মাথার ওপরের  সব ছাদ ভেঙে দিয়েছে৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর