× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কাজিরাঙা অভয়ারণ্যে রয়েল বেঙ্গল টাইগার - বুনো শুয়োরের যুদ্ধ, দুই প্রাণীরই মৃত্যু

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) সেপ্টেম্বর ৭, ২০২০, সোমবার, ৫:২৫ পূর্বাহ্ন

কাজিরাঙা অভয়ারণ্য যে ঘটনার সাক্ষী হল তা এর আগে ঘটেনি৷ শনিবার একটি রয়েল বেঙ্গল টাইগার এবং একটি বন্য শুয়োর বেশ কয়েকঘণ্টা যুদ্ধের পর প্রাণ হারিয়েছে এই অরণ্যে৷ শক্তিশালী বাঘটির পেটে ফোঁড় ও ফোঁড় করে দিয়েছে শূকরটি৷ বাঘের নখের আর থাবার আঘাতে ছিন্নভিন্ন হয়েছে শূকরটি৷ বিশেষজ্ঞদের অনুমান, বেশ কয়েকঘন্টা স্থায়িত্ব পেয়েছিল এই লড়াই৷ কাজিরাঙার বনকর্মীরা সোমবার দুটি পশুর দেহ উদ্ধার করে৷ দুই প্রাণীর শরীরের পোস্টমর্টেম জানিয়ে দেয় এই অভাবনীয় যুদ্ধ কতক্ষণ স্থায়ী হয়েছিল৷ কাজিরাঙা অভয়ারণ্যের ডিরেক্টর পি শিবকুমার জানিয়েছেন, এই ধরণের লড়াই এই অভয়ারণ্যে তো প্রথম, সাড়া ভারতেই সংরক্ষিত অরণ্যে এই ধরণের ঘটনা প্রথম বলে তাঁর ধারণা৷ উল্লেখ্য, এই ধরণের সংঘাতে সচরাচর বাঘেরই জেতার কথা৷ কারণ, বুনো শুয়োরের থেকে বাঘ বহুগুন শক্তিশালী হয়৷ এখানে শুয়োরটি পাশার দান উল্টে দেয়৷ নিজে মরলেও বাঘটিকে মারার পর শুয়োরটি মরেছে৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর