× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কথার কথা /সবাই চায় সুন্দর পাত্রী

মত-মতান্তর

শামীমুল হক
১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার

পৃথিবীটাই তো সুন্দরের পূজারী। সুন্দরের জন্য মানুষ পাগল। জীবন পর্যন্ত দিয়ে দেয়। কেউ তার পুত্রকে বিয়ে করাবে। পাত্রী খোঁজা হচ্ছে। সবার কথা, পাত্রী কালো হলে চলবে না। সুন্দর হতে হবে। তাই বলে কি কালো মেয়ের বিয়ে হয় না? তবে সমাজে কালো মনের মানুষের অভাব নেই।
যত সুন্দর আছে সব তাদের কাছে অসুন্দর। অথচ একজন শিশু কালো অক্ষর দিয়েই তার শিক্ষা জীবন শুরু করে। অ আ শিখতে শিখতে বড় হয়। অনেক বড়। কেউ সুন্দর মনের অধিকারী হয়। তার কাছ থেকে সমাজ, সংসার কিছু পায়। আবার কেউ কালো মনের অধিকারী হয়। সমাজে কত ধরনের কালো মনের মানুষ আছে। যারা সমাজটাকে কলুষিত করে রেখেছে। অন্ধকার থেকে তারা আলোতে বেরিয়ে আসারও চিন্তা করে না। বরং সমাজকে অন্ধকারে ডুবিয়ে রাখতে নানা কৌশল করে। অপচেষ্টা করে। তাদের কাছে যেন সবাই জিম্মি। পক্ষান্তরে সমাজে সুন্দর মনের মানুষও আছেন, যারা অন্ধকারকে দূরে ঠেলে আলোকে জাগিয়ে তুলতে চান। কিন্তু তারা কতটুকু সফল হতে পারছেন? কালো মনের মানুষগুলো তো যে কোন কাজ করতে দ্বিধা করেন না। আর সুন্দররা অর্থাৎ সাদা মনের মানুষগুলো নীরবে নিভৃতে চেষ্টা করে যাচ্ছেন। যত বাধাই আসুক তারা পিছপা হন না। লাঞ্ছনা সহ্য করেও এগিয়ে যান তারা। লক্ষ্য পূরণ করতে তারা নিজের অর্থ ঢালেন নির্দ্বিধায়। সমাজটাকে সুন্দর করতে, মনকে সাদা করতে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন। এখানেই কালো আর সাদার পার্থক্য। আসলে আমাদের স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। এ শিক্ষার শুরু করতে হবে নিজ ঘর থেকে। কালোকে কালো, সাদাকে সাদা বলা শেখাতে হবে। তবেই বদলে যাবে সমাজ। বদলে যাবে মানুষ। কালো মানুষের কথা উঠলেই মনে পড়ে কাইল্লানি দাদির কথা। তিনি খুবই কালো। একবারে বিদঘুটে। একদিন তার সঙ্গে কালো নিয়ে আলোচনা হচ্ছিল। বললেন, আমি কালো হলে কি হবে? তোর দাদা তো আমার জন্য পাগল। আমাকে ভালবেসে বিয়ে করেছে। কে আমাকে কাইল্লানি বললো বা অন্য কিছু বললো তাতে কিছু আসে যায় না। বললাম, সমস্যা তো অন্যখানে। হাদিসে আছে, কালো মানুষ কখনও বেহেস্তে যাবে না। কথা শোনে দাদি তো মহাচিন্তায়। এক পর্যায়ে কেঁদে ফেললেন। জানতে চাইলেন, সত্যিই কালো মানুষ বেহেস্তে যাবে না? বললাম, দাদি এটা আমার কথা নয়, হাদিসের কথা। তুমি যদি কালো হয়ে থাক তাহলে কোনদিন বেহেস্তে যেতে পারবে না। দাদি বললেন, কালো হয়ে থাকবো কি? আমি তো সত্যিই কালো। ও আল্লাহ গো তুমি আমারে কেন কালো করে সৃষ্টি করলা? কি দোষ করেছিলাম আমি? বলেই চিৎকার করে কাঁদতে লাগলেন। দাদিকে থামিয়ে বললাম, এখানে ‘তবে’ আছে। ‘তবে’ কি? তাড়াতাড়ি বল। বললাম, রঙ কালো না, মন কালো। যাদের মন কালো তারা কখনও বেহেস্তে যেতে পারবে না। হাফ ছেড়ে বাঁচলেন দাদি। বললেন, রঙ কালো হলেও আমার মন সুন্দর। সত্যিই তো রঙ কালো দিয়ে কি হবে? তার গুন দেখতে হবে। তাই তো কবি বলেছেন, কোকিলা কালো বলে গান শোনে না কে/কেশ কালো তার নয়ন কালো/আমি সে কালোকে বাসি ভাল- গীতিকবির এ কবিতা গান হয়ে শিল্পীর মধুর কণ্ঠ থেকে বেরিয়ে গেঁথেছে মানুষের হৃদয়ে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর