× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্সার বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি সেতিয়েনের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

এবার বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দিয়েছেন সদ্য বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েন। সেতিয়েনের দাবি তাকে যে বরখাস্ত করা হলো তা অফিসিয়ালি জানানোই হয়নি। বার্সেলোনায় এ বছর এখনও অনেক নাটক বাকি বলেই জানান দিলেন সেতিয়েন।
এক বিবৃতিতে বার্সার সদ্য বরখাস্ত ৬১ বছর বয়সী কোচ অভিযোগ করেন, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঠিক এক মাস পর ১৬ সেপ্টেম্বর, বুধবার বার্সেলোনা বোর্ড ব্যুরোফ্যাক্সের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ছাঁটাই করেছে। সেতিয়েন বলেন, তার দায়িত্ব কেড়ে নেওয়া হয় ১৭ আগস্ট, আর আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে সম্পর্ক ছেদ করা হলো এক মাস পর।
তার দাবি, গত জানুয়ারিতে চুক্তি হয়েছিল ২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত। কিন্তু বার্সেলোনা বোর্ড তাকে সরিয়ে দিয়ে, চুক্তি অনুযায়ী ছাঁটাইকরণের জন্য প্রাপ্য দেনাপাওনার বিষয়য়ে একেবারেই নীরব থেকেছে এতদিন। এ কারণেই সেতিয়েন তার তিন সহকারীকে নিয়ে বার্সেলোনা সভাপতি বার্তোমেউ ও তার নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
সেতিয়েন বিবৃতিতে আরেকটি আশ্চর্যজনক তথ্যও দিয়েছেন। তার তিন সহকারী এদের সারাবিয়া, জন পাসকুয়া ও ফ্রান সোতোকে নতুন ভূমিকায় রেখে দেওয়া হবে বলে জানানো হয়েছে ক্লাব থেকে!
স্প্যানিশ সংবাদমাধ্যমে অনুমান, সেতিয়েনের বিষয়টির সুরাহা না হলে তার উত্তরসূরি রোনাল্ড কোম্যানের নতুন মৌসুমে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করতে সমস্যা হবে।
দুটি ব্যুরোফ্যাক্স কী কাকতালীয়ভাবেই না তোলপাড় তুললো বার্সেলোনায়! প্রথম ব্যুরোফ্যাক্সটি ছিল লিওনেল মেসির, যার মাধ্যমে চেয়েছিলেন ক্লাব ছাড়ার অনুমতি।
সেটি পেয়ে বার্তোমেউ ও তার বোর্ড আর্জেন্টাইন মহাতারকার পায়ে পরালো বেড়ি, রাখলো আটকে। আদালতে গেলে মেসির জেতার সম্ভাবনা ছিল, কিন্তু তা করেননি । বার্সেলোনাকে তিনি ভালোবাসেন, সেই ভালোবাসায় কালি মাখাতে চাননি। আরেকটি ব্যুরোফ্যাক্স সেতিয়েনকে পাঠালো বার্সেলোনা। এটি পেয়ে সভাপতিসহ বার্সেলোনার বোর্ডকে আদালতে নেওয়ার হুমকি দিলেন সদ্য বরখাস্ত হওয়া কোচ। বার্সেলোনাকে ভালোবাসার কী এমন দায় ঠেকেছে তার!
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর