× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আইপিএলে দুই রকম কোয়ারেন্টিন নীতির শিকার অস্ট্রেলিয়া ও ইংলিশ ক্রিকেটাররা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

করোনা মহামারির এই সময়টাতে ক্রিকেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ‘কোয়ারেন্টিন’। এই কারণে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। কোয়ারেন্টিনের ফাঁদে পড়েছেন আইপিএলে অংশ নেয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের একটি অংশ। যারা সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। চার্টার্ড বিমানে করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ২১ ক্রিকেটার বৃহস্পতিবার পৌঁছান ত্রয়োদশ আইপিএলের আয়োজক আরব আমিরাতে। তার আগেই অবশ্য তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শিথিলের আবেদন করে। বিসিসিআই সেটা আমলে নিয়ে শিথিলও করেছে। তবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের জন্য শিথিলতা বজায় থাকেনি।

কলকাতা ও মুম্বই ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা দেড় দিন কোয়ারেন্টিনে থাকবেন।
আর কলকাতা ও মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য ৬ দিনই বহাল থাকছে। কেন এই বিপরীতমুখী নীতি? কলকাতা ও মুম্বই ঘাঁটি গেড়েছে আবুধাবিতে। বাকি দুই ভেন্যু দুবাই ও শারজাহ’র স্থানীয় প্রসাশনকে বিসিসিআই রাজি করাতে পারলেও ব্যর্থ হয়েছে আবুধাবির ক্ষেত্রে। দ্বিপাক্ষিক সিরিজ খেলায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা জীবাণু-সুরক্ষিত পরিবেশের মধ্যেই ছিলেন- এই বিষয়টি সামনে এনে বিসিসিআই কোয়ারেন্টিন কমিয়ে আনার অনুরোধ করলে মেনে নেয় দুবাই ও শারজাহ। আবুধাবি বিসিসিআইয়ের অনুরোধে সাড়া না দেয়ায় ক্ষতিগ্রস্ত হবে কলকাতা। নিজেদের প্রথম ম্যাচে তারা পাবে না এউইন মরগান, প্যাট কামিন্স ও টম ব্যান্টনকে। নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আগামী ২৩শে সেপ্টেম্বর, মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তবে মুম্বইয়ের কোনো খেলোয়াড় এখন বাইরে থেকে আসেনি, তাই তাদের কোয়ারেন্টিন নিয়ে কোনো মাথা ব্যথা নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর