× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কবিতা /ভালোবাসা

অনলাইন

শহীদুল্লাহ ফরায়জী
(৩ বছর আগে) সেপ্টেম্বর ১৮, ২০২০, শুক্রবার, ৮:১৬ পূর্বাহ্ন

কি অপার মহিমা স্রষ্টার
তোমাকে আরো বেশি
ভালোবাসা দরকার
খুব বেশি ভালোবাসা দরকার
আরও বেশি দরকার
আত্মার ভিতর নিস্তব্ধতার

তুমি ছাড়া এই ঐশ্বরিক জীবন
বিধাতার অপর্যাপ্ত উপহার
তুমি ছাড়া কেমন করে
দেহে হবে প্রাণ সঞ্চার
তোমাকে আরো বেশি
ভালোবাসা দরকার

তুমি ছাড়া কী প্রয়োজনে
নিঃশ্বাস নেবো বারে বার
তুমি ছাড়া কী প্রয়োজন
মাটির দেহে আত্মা রাখার
তুমি ছাড়া কে দেবে সঙ্গ
আত্মার নিঃসঙ্গতার

তুমি ছাড়া হবে
ঐশ্বর্যের নিদারুণ অপব্যবহার
সুযোগ হবে কেবল কান্নায় ভেঙ্গে পড়ার
সুযোগ হবে কেবল
বিচ্ছেদের আগুন জ্বালাবার
তুমি ছাড়া কী প্রয়োজন
নীল আকাশে অসংখ্য নক্ষত্র তারার
কী প্রয়োজন জীবন যন্ত্রণার
কী প্রয়োজন অশান্ত উন্মাদনার

তুমি ছাড়া আমার কী অধিকার
অদৃশ্য আত্মা স্পর্শ করার
কী অধিকার ভালোবেসে স্বর্গ বানাবার
কী মূল্য আমার সীমাহীন আকুলতার
কী মূল্য অন্তঃসারশূন্য প্রতিভার

তুমি ছাড়া প্রবল তৃষ্ণা আমার
শুধুই নিষ্ফল শুধুই অসার
সুখের পেয়ালা ভেঙ্গে চুরে চুরমার
তুমি ছাড়া টুকরো করবে
বিচ্ছেদের তলোয়ার
তুমি ছাড়া দীর্ঘশ্বাস হবে প্রেয়সী আমার
তুমি ছাড়া
আত্মসাৎ হবে কেবল নিজস্ব সত্তার
তুমি ছাড়া সমগ্র ভিতর তোলপাড়
বাঁচার সামর্থ্য হবে বিলুপ্ত আমার

তুমি ছাড়া হবো সর্বস্বান্ত
রইবে শুধু হাহাকার
তুমি ছাড়া
আগুন ছাড়াই হবো ছারখার
তোমাকে আরো বেশি
ভালোবাসা দরকার
নতুবা পৃথিবী করবে তিরস্কার
বিবেক অভিযোগ
আনবে আত্মপ্রতারণার
তুমি হবে একমাত্র আত্মার
তুমিই হবে কেবল পবিত্রতার
তোমাকে আরো বেশি
ভালোবাসা দরকার।

১৮ সেপ্টেম্বর, ২০২০
উত্তরা, ঢাকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর