× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রবীণতম আলেমের চিরপ্রস্থানে দেশময় শোকের ছায়া

অনলাইন

ড. মাহফুজ পারভেজ
(৩ বছর আগে) সেপ্টেম্বর ১৮, ২০২০, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রবীণতম আলেম, ইসলামী নেতৃত্বের অভিভাবকতুল্য শতবর্ষস্পর্শী ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমাদ শফীর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী রাজনীতি, শিক্ষাব্যবস্থা ও দ্বীনের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শোক। সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাবিত হচ্ছে বর্ষীয়ান আলেমের জন্য শোকগাথায়।

আলেমের মৃত্যু যেকোনো সমাজের জন্য বিরাট ক্ষতির বিষয়। কারণ ইসলামের নবী (সা.)-এর রেখে যাওয়া ‘নবুওতি দায়িত্ব’ পালন করেন আলেম-ওলামাগণ। এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘নিঃসন্দেহে ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ দিনার ও দেরহামের উত্তরাধিকারী বানান না।'

আলেমরাই হচ্ছেন পৃথিবীর সর্বোত্তম মানুষ। এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়।’ (তিরমিজি : ২৯০৭)

ওলামায়ে কেরাম হচ্ছেন পৃথিবীর বুকে হেদায়েতের বাতিস্বরূপ। এই হেদায়েতের বাতি যে দিন বন্ধ হয়ে যাবে, সে দিন পৃথিবী অজ্ঞতার আঁধারে নিমজ্জিত হয়ে যাবে।
এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘ওলামাদের দৃষ্টান্ত ওইসব তারকার মতো যাদের দ্বারা স্থলে ও জলের অন্ধকারে পথের দিশা পাওয়া যায়।'

একজন আলেমের মৃত্যু উম্মতের জন্য বেদনার ও শোকের। আল্লামা শাহ আহমাদ শফীর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মধ্যে সেই বেদনাই সঞ্চারিত হয়েছে। কারণ তিনি শুধু প্রবীণ আলেমই ছিলেন না, ছিলেন বহু আলেমেরও শিক্ষক। তার মৃত্যুতে কর্মময় ও বর্ণাঢ্য এক অধ্যায়ের অবসান হলো।

শুধু চট্টগ্রাম বা ঢাকাতেই নয়, তার ভক্ত ও অনুসারী ছড়িয়ে আছেন সারা দেশে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও তার মৃত্যু সংবাদ তীব্র শোকের আবহ সৃষ্টি করেছে। ফেসবুকের শত শত পোস্টে ও ছবিতে উচ্চারিত হচ্ছেন তিনি। আল্লামা শাহ আহমাদ শফীর মৃত্যুতে শোক ও শ্রদ্ধায় দলমত নির্বিশেষে শরিক হয়েছেন সবাই। বাংলাদেশের ইসলামী রাজনীতি ও শিক্ষাঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর