× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মানবজমিনকে কলকাতার ফোকশিল্পী সরণি /'ভালোবাসার মানুষের জন্য নতুন গান বুনোস্বপ্ন'

অনলাইন

তারিক চয়ন
(৩ বছর আগে) সেপ্টেম্বর ১৯, ২০২০, শনিবার, ১০:৩৬ পূর্বাহ্ন

কলকাতার ফোক গানের জনপ্রিয় ব্যান্ডদল মিলিপুট্স। দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও দলটির রয়েছে বহু ভক্ত-অনুরাগী।
আর সেই মিলিপুট্স এর ভোকালিস্ট সরণি পোদ্দার এবার গাইলেন একটু ভিন্নধর্মী গান।

গানটির নাম 'বুনোস্বপ্ন'। আজ মুক্তি পাওয়া গানটি শোনা যাচ্ছে ভারতের সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ। বাংলাদেশের সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ-ও গানটি শোনা যাবে শিগগির।
গানটি প্রসঙ্গে কলকাতা থেকে সরণি ফোনে মানবজমিনকে বলেন, ভালোবাসার শুরুটা ঠিক কি রকম হয়? অনেক পুরনো সম্পর্কেও কি সেই প্রথম দিকের অনুভূতিগুলো অনুভব করা যায়? নিশ্চয়ই যায়, আমার মতে। জীর্ণ গাছের পাতায় লাগা দমকা হাওয়ার মত এক অনুভূতি। রোজকার একঘেয়েমিকে চুরমার করে দেওয়ার প্রবণতা। প্রিয়জনকে দেখতে পাওয়ার এক দানবিক ইচ্ছে। তাকে আরো কাছ থেকে ছুঁতে পাওয়ার চেষ্টা।
সব মিলিয়ে, সবটা জড়িয়ে থাকা এক মানুষের অপেক্ষা। আবার কারো কারো কাছে, হাজার যোজন দূরে থাকা ভালোবাসার মানুষের জন্য মন উচাটন হাওয়া। প্রতিদিনের ঘটে যাওয়া, না গ্রাহ্য করা ঘটনার মাঝে শুধু তাকেই খুঁজে পাওয়া, এটাও ভালোবাসা। সেই সব ভালোবাসার মানুষের জন্য রইলো আমাদের নতুন গান ‘বুনোস্বপ্ন ‘ , সহজ ভাষায় সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম আমরা। নিজেদের ভালোবাসার মানুষদের সঙ্গে ভাগ করে নিন। ভালোবাসা বেঁচে থাকুক আমার আপনার মাঝে।

গানটির কথা লিখেছেন সরণি নিজেই। আর গিটারে ছিলেন দেবমাল্য দে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর