× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শুরুর আগেই ম্যাকমিলানের পদত্যাগ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিল ম্যাকেঞ্জির চুক্তি ছিল দিন ভিত্তিতে। লম্বা সময়ের জন্য শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালনে আগ্রহ দেখাননি তিনি। তার জায়গায় সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। শুধু শ্রীলঙ্কা সফরের জন্যই দায়িত্ব পেয়েছিলেন তিনি। আজ বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিচ্ছেন না ম্যাকমিলান। সম্প্রতি ম্যাকমিলান তার বাবাকে হারিয়েছেন। এ জন্যই তিনি মুশফিক-মুমিনুলদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব না নেয়ার কথা জানান বিসিবিকে।

শ্রীলঙ্কা সফরের আগ মুহূর্তে ম্যাকমিলানকে না পাওয়ায় বিপাকে বিসিবি। কঠিন এই সময়ে ম্যাকমিলান পাশে পাচ্ছেন বিসিবিকে।
প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘ম্যাকমিলান সম্প্রতি তার বাবাকে হারিয়েছে। সে আমাদের জানিয়েছে, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেয়া তার পক্ষে সম্ভব নয়। আমরা তার অবস্থা বুঝতে পারছি। ম্যাকমিলান ও তার পরিবারের এই কঠিন সময়ে বিসিবি তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে।’

নিউজিল্যান্ডের হয়ে ১৯৯৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরুর পর এক দশকের ক্যারিয়ারে ম্যাকমিলান টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ৮ হাজারের বেশি রান করেছেন। ৫৫ টেস্টে ৩১১৬ রান, ১৯৭ ওয়ানডেতে ৪৭০৭ রান ও ৮টি টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১৮৭ রান। বল হাতে টেস্টে ২৮টি ও ওয়ানডেতে ৪৯টি উইকেট শিকার করেন তিনি।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। ক্যান্টারবুরি, মিডলসেক্স ও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর