× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ডিমলায় প্রতিপক্ষের হামলায় আহত নারীর মৃত্যু

বাংলারজমিন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার

নীলফামারীর ডিমলায় প্রতিপক্ষের হামলায় আহত নুর জাহান নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয়েছে। শুক্রবার ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় তার। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
জানাযায়, গত ৯ই সেপ্টেম্বর দুপুরে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের (শুটিবাড়ী বাজার) সংলগ্ন এলাকার মৃত রুহুল আমিনের মেয়ে সাদিকা আক্তার (১৫) বাড়ীতে গোসল করার সময় একই এলাকার আব্দুল খালেকের ছেলে সজীব মিয়া(২৫) গোসল খানার টিনের ফাঁক দিয়ে সাদিকা আক্তারকে দেখছিল। এসময় সাদিকা টিনের নিচ দিয়ে সজীব মিয়ার পা দেখতে পেয়ে চিৎকার করলে সাদিকার ভাই শাহ আলম(২৫) ও মাতা নুর জাহান বেগম(৪৫) সজীবকে গোসল খানার কাছ থেকে দৌড়ে পালাতে দেখে। পরবর্তিতে বিষয়টি সজীবের অভিভাবকদের জানালে, তারা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও ধারালো ছোরা নিয়ে সাদিকার বাড়ীর টিনের দরজা ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে সাদিকার মা নুর জাহান বেগমকে ধারালো ছোরা দিয়ে মাথায় আঘাত করে। এ সময় আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এলাকার লোকজন আহত নুর জাহান বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে, উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে রেখে তার চিকিৎসার খরচ বহন করতে না পারায় পরিবারের লোকজন অসুস্থ্য নুর জাহানকে ১৪ই সেপ্টেম্বর বাড়ীতে নিয়ে এসে আবারো ডিমলা হাসপাতালে ভর্তি করায়।
ডিমলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার নুর জাহান বেগম মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে নুর জাহান বেগমের ছেলে শাহ আলম বাদী হয়ে সজীব মিয়াসহ ৪ জনকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করেন।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর