× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

হিলিতে বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের ৮ জেলার যোগাযোগ বন্ধ

বাংলারজমিন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার

দিনাজপুরের হিলিতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে উত্তরাঞ্চলের আট জেলার সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হিলির ডাঙ্গাপাড়ার ঢেলুপাড়া নামক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দীর্ঘক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
 ট্রেনের যাত্রীরা বলেন, ওই স্থানে রেল লাইন মেরামতের কাজ চলছিল, পুনঃরুপে মেরামত না করেই ট্রেন যাওয়ার অনুমতি দিলে ট্রেনটি যেতে লাগলে ইঞ্জিনসহ ৮টি বগি পার হলেও ৯নম্বর ও ১০ নম্বর  বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। রেল লাইনে যারা মেরামতের কাজ করছিলেন সম্পূর্ণ তাদের অবহেলাতেই এই ঘটনা ঘটেছে, এতে করে চরম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সাধারণ যাত্রীরা। রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে পার্বতীপুর থেকে রওয়ানা হয়েছে,  আসলে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল ইসলাম জানান, হিলিন ডাঙ্গা পাড়ায় রেলের কাজ চলছিল, সেখানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।
তবে বগিগুলো পড়ে যায়নি, যার কারণে কোন হতাহত হয়নি। বিকল্প একটি ইঞ্জিল এনে ট্রেনের আটটি বগি সরানোর কাজ চলছে, পরে রিলিফ ট্রেন এনে লাইনচ্যুত বগি গুলি উদ্ধার করে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে, ঘটনাস্থলে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না হয় সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে।

 ট্রেনের চালক মতিউর রহমান জানান, ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল, হিলি ডাঙ্গা পাড়া রেল স্টেশনের কাছে রেলকর্মীরা রেল লাইন মেরামত করছিল, মেরামতের স্থান থেকে ট্রেনটিকে কয়েকশ গজ দুরে দাঁড় করান তিনি। ২০ মিনিট পর ট্রেন চলাচলের উপযোগী হয়ে গেলে লাইনটি দিয়ে ট্রেনটিকে আসার সিগনাল দেওয়া হয়। তিনি ৫ কিলোমিটার গতিতে ট্রেনটি নিয়ে যাচ্ছিলেন। ট্রেনের ৮ টি বগি পার হলেও ৮নং ও ৯নং বগির ৪টি চাকা লাইনচুত হয়।  রেল লাইনটি পুরোপুরি মেরামত না করে, ট্রেনটিকে আসার সিগন্যাল দেওয়া ঠিক হয়নি বলে তিনি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর