× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় মৃত্যু ৪৯০০ ছাড়ালো

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯১৩ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন শনাক্ত হলেন। গতকাল স্বাস্থ্য    
অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৫৮৭টি। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭০টি। এ পর্যন্ত মোট ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন  পৃষ্ঠা ১০ কলাম ৬
২ হাজার ৫১ জন। মোট সুস্থ ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। পরীক্ষা বিবেচনায় বিগত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৯ দশমিক ২০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ জন এবং মারা গেছেন ১ দশমিক ৪১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এ নিয়ে মোট পুরুষ ৩ হাজার ৮২৯ জন এবং নারী ১ হাজার ৮৪ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, একদিনে  মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ১, খুলনা বিভাগে ২, বরিশালে ১, রংপুরে ১, ময়মনসিংহে ৪ এবং সিলেটে ১ জন। ২৪ ঘণ্টায় ৩২ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২০২ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৬১ হাজার ৬৯৭ জন। আইসোলেশন করা হয়েছে ৭৮ হাজার ৭২৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৭১৮ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১ হাজার ৭  জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ১৫৯ জন এবং কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ২২ হাজার ৫১৪ জনকে। এখন কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৩৫৫ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে ৪৬ হাজার ৬৩৬টি এবং এ পর্যন্ত মোট ফোনকল  এসেছে ২ কোটি ৭ লাখ ১৯ হাজার ৮৬৭টি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর