× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নারায়ণগঞ্জ ট্র্যাজেডি / তিতাসের সেই ৮ কর্মকর্তা কর্মচারীর জামিন

শেষের পাতা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের মামলায়  গ্রেপ্তারকৃত তিতাসের ৮ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছে আদালত। দুইদিনের রিমান্ড শেষে গতকাল সকালে আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট   মো. আফতাবুজ্জামানের আদালতে হাজির করা হয়। এ সময় এডভোকেট সুলতান মাহমুদ আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিকালে আদালত জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। আসামিপক্ষের এই আইনজীবী দাবি করেন, মামলার ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্টভাবে  প্রমাণিত না হওয়ায়  আদালত বিষয়টি বিবেচনা করে প্রত্যেকের ৫০০ টাকা করে মুচলেকার শর্তে স্থায়ী জামিন মঞ্জুর করেছেন।

জামিনপ্রাপ্ত তিতাসের ৮ কর্মকর্তা হলেন-তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া, তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সিনিয়র সুপারভাইজার  মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইয়ুব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাঈল প্রধান।
এর আগে গত শনিবার দুপুরে নিজ নিজ এলাকা থেকে তিতাসের এই আটজনকে বিস্ফোরণের মামলায়  গ্রেপ্তার করে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে মামলাটির তদন্তভার  সিআইডিতে হস্তান্তর করা হয়। এই মামলায় তিতাসের এই আট কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি মোবারক মিয়াকে গ্রেপ্তার করে দু’দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।   

৬ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্বজনদের স্মারকলিপি: এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও দোষীদের শাস্তি প্রদানসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন হতাহতদের স্বজনরা। হতাহতদের পরিবারদের পক্ষ  থেকে সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। বায়তুস সালাত জামে মসজিদের নিহত ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারির দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলাম এই স্মারকলিপি তুলে দেন। এ সময় হতাহত অন্যদের পরিবারের স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে আবেদন করা দাবি ৬টি হচ্ছে- নিহত ও আহতদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চাকরি দেয়া, পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা, বিস্ফোরণের ঘটনায় স্বামীহারা নারীদের বিধবা ভাতা দেয়া, মসজিদ ও দুইপাশের রাস্তা দ্রুত মেরামত এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।
স্মারকলিপিটি গ্রহণ করে সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, আর্থিক সহায়তা চেয়ে হতাহতের তালিকা ইতিপূর্বে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন হতাহতের পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি আমার কাছে দিয়েছে  সেটিও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে  দেবো। আশা করি, হৃদয়বান প্রধানমন্ত্রী এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
৪ঠা সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর