× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দায়িত্ব নিয়ে শুটারদের অনুশীলনে ফেরালেন সভাপতি

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার

সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর দ্বন্দ্বে স্থবির হয়ে হয়ে পড়ে শুটিং। দু’জনের ক্ষমতার দ্বন্দ্বের কারণে এনবিআর পর্যন্ত যেতে হয় শুটারদের। বাধ্য হয়ে শুটিং ফেডারেশনের সকল কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত রোববার নতুন এডহক কমিটি ঘোষণা করে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এনএনসি। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে অচল শুটিং সচল হতে শুরু করেছে। ফেডারেশনের দায়িত্ব নিয়েই শুটারদের অনুশীলনে ফিরিয়েছেন নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
দায়িত্ব নেয়ার দু’দিনের মাথায় কার্যনির্বাহী কমিটির সভাও করেছেন নতুন সভাপতি। গতকাল গুলশানের শুটিং কমপেক্সে নির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে নতুন সভাপতি বলেন, ‘প্রথম সভাতেই আমরা তিনটি লক্ষ্য নির্ধারণ করেছি।
যার মধ্যে রয়েছে দ্রুত শুটারদের রেঞ্জে ফেরানো। এ কাজ আমরা এরইমধ্যে সেরে ফেলেছি। এখন জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শুটারদের যে রাইফেলগুলো আটকে আছে, সেগুলো যতো দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে চাই। আমাদের প্রথম টার্গেট অলিম্পিক গেমস। যা আগামী জুনে জাপানে অনুষ্ঠিত হওয়ার কথা। সে লক্ষ্যে আমরা দলকে তৈরি করবো। এজন্য একজন ভালো মানের বিদেশি কোচ আনার চেষ্টা করবে ফেডারেশন।’
নতুন কমিটি দায়িত্ব নেয়ায় খুশি শুটারাও। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জেতা আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘নতুন এই কমিটির কারণে মনে হচ্ছে মানসিক চাপমুক্ত হয়ে খেলার পথ তৈরি হয়েছে। আমরা যখন শুটিংয়ে ছিলাম তখন সভাপতি আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। বললেন, গতকালই তিনি লোক পাঠিয়েছেন, আজ-কালকের মধ্যে অস্ত্রগুলো ব্যবহারের অনুমতি পাওয়া যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।’
দ্বিতীয় দফা মহাসচিবের দায়িত্ব নিয়ে অপুও আগের দিন সভা করেছেন শুটারদের সঙ্গে। এনিয়ে বাকি বলেন, ‘মহাসচিব আমাদের সঙ্গে বসেছিলেন। বিদেশি কোচের ৪-৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। এর মধ্য থেকে সম্ভবত দু’জনকে বেছে নেয়া হবে। শর্টলিস্ট করার পেছনে সাবেক কোচ ক্লাভস ও কিম সহায়তা করেছেন।’ দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জানিয়ে বাকী বলেন, ‘অনেক ভালো সম্ভাবনা আছে ঘুরে দাঁড়ানোর। কারণ এ মুহূর্তে শুটারদের ওপর কোনো রকম মানসিক চাপ নেই। অনেক দিনের একটা বিরতি গেছে, হয়তো এ কারণে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হবে। তবে আগের রাইফেলটা দিয়ে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আশা করি ৫-৬ মাসের মধ্যে মানিয়ে নিতে পারবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর